সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভ’য়া’ন’ক ভাইরাস অ্যা’টা’ক মোবাইলে, এই Apps গুলো এখনই Uninstall করুন

আমরা অজান্তেই অনেক এমন অ্যাপ আছে যেগুলো প্লেস্টোর থেকে নিশ্চিন্তায় ডাউনলোড করে থাকি। কিন্তু সত্যি কথা বলতে অ্যান্ড্রয়েড প্লে স্টোর ১০০% কিন্তু সুরক্ষিত নয়। একাধিক বিপজ্জনক সব অ্যাপের হদিশ পাওয়া যায় সেখানে থেকে। তাই এই সব অ্যাপ যদি আপনার ফোনে ইন্সটল করা থাকে , তাহলে এখনই সেগুলোকে ডিলিট করুন।

এই সব অ্যাপের দ্বারা আপনার ব্যাক্তিগত তথ্য অনায়াসেই ফাস হয়ে যেতে পারে। ইতিমধ্যে এই ধরনের ৪ টি অ্যাপের খোজ পাওয়া গেছে, যেগুলো কিনা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিতে পারে সহজেই। কারণ সেখানে মিলেছে বিপজ্জনক ট্রোজানের।

ম্যালওয়ার বাইটস নামে এক জনপ্রিয় ইন্টারনেট সুরক্ষা সংস্থা প্লে স্টোরের কয়েকটি অ্যাপকে খুজে বের করেছে। তারা জানিয়েছে মোবাইল অ্যাপ গ্রুপ নামে একটি ডেভোলপার এই অ্যাপ গুলো বানিয়েছে, যেগুলো খুবই বিপজ্জনক। অ্যাপগুলির মধ্যে Android/Trojan.HiddenAds.BTGTHB ট্রোজানের হদিশ মিলেছে, যেটা খুবই ভয়ঙ্কর।

আরো পড়ুন: ডিসেম্বরেই আসতে পা’রে CAA! বিধানসভায় নি’ন্দা প্র’স্তা’ব আনবে তৃণমূল

যে ৪ টি অ্যাপ এর হদিশ পাওয়া গেছে, সেগুলো যদি আপনার ফোনে থেকে থাকে তাহলে একটুও সময় নষ্ট না করে এখনই ডিলিট করুন। Driver: Bluetooth, Wi-Fi, USB, Bluetooth Auto Connect, Bluetooth app sender, mobile transfer, smart watch.