সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

IIT-তে বি’রা’ট সু’যো’গ এই অঞ্চলের পড়ুয়াদের, পড়ার স’ঙ্গে স’ঙ্গে ক’রা যাবে ইন্টার্নশিপ

লাদাখ কতটা সুন্দর একটি জায়গা, সবাই সময় হলেই কিন্তু বেড়িয়ে আসে। তাই না। কিন্তু এটা মনে রাখবেন যত সুন্দর জায়গা ততটাই কঠিন তাঁর পরিস্থিতি।

সেখানে সামান্য মোবাইলের নেটওয়ার্ক পর্যন্ত থাকে না, খাওয়ার জলের অভাব, তাঁর সাথে প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছেই। সেখানে থেকেই লাদাখের মানুষদের জীবিকা নির্বাহ করতে হয়।

স্বাভাবিক ভাবেই সেই সব জায়গায় তেমন কোনও শিক্ষা প্রতিষ্ঠান নেই। উচ্চ শিক্ষার ব্যবস্থা নেই সেখানে। তাই এবার লাদাখ প্রসাশন লাদাখের পড়ুয়াদের জন্য এগিয়ে এল। দিল্লি, কানপুর ও বম্বে আই আই টির সাথে হাত মিলিয়েছে লাদাখ প্রশাসন।

আরো পড়ুন: সাধারণ মানুষ না নেতা? কার আ’য়ু সবচেয়ে বে’শি?

সমস্ত খরচ বহন করবে লাদাখ প্রশাসন। লাদাখের পড়ুয়ারা যারা বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে তারা এই সুযোগ পাবে। পড়াশোনার পাশাপাশি চলবে এবার ইন্টার্নশিপ। ১৫ থেকে ৫০ হাজার টাকা করে পাবে পড়ুয়ারা।

এদিকে যারা এম টেকের জন্য নির্বাচিত হবে তাঁদের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। ইনটার্নশিপ যেটা হবে ২ মাস থেকে শুরু হয়ে ২ বছরের জন্য। স্বল্পমেয়াদী ইন্টার্নশিপের জন্য আবেদনের ভিত্তিতে বেছে নেওয়া হবে।

দীর্ঘমেয়াদী ইন্টার্নশিপের জন্য ইনটারভিউ এর মাধ্যমে বেছে নেওয়া হবে পড়ুয়াদের। এই নিয়ে অবশ্য দিল্লি আইআইটির ডিন এবং এই কর্মসূচির কো-অর্ডিনেটর, অধ্যাপক শান্তনু রায় বলেছেন, আসলে লাদাখের পড়ুয়াদের মধ্যে স্টেম বিষয়গুলির আগ্রহ বাড়িয়ে তোলার জন্যই এই পদক্ষেপ।