সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মেয়েকে মানসিক চা’প CID-র, দেবযানীর মায়ের অভিযোগ ঘি’রে শো’র’গো’ল রাজ্য জু’ড়ে

২০১৩ সালে ২২, এপ্রিল কাশ্মীর থেকে কলকাতা পুলিশ সারদা মামলায় সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গেই দেবযানীকে গ্রেফতার করেছিলেন। সারদার টাকা নিয়ে দূর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তাঁরা। তবে শুধু কলকাতাই নয় অসম ওড়িশা এই সব রাজ্য গুলিতেও তাদের বিরুদ্ধে অভিযোগ করে মামলা করা হয়। তিনি সব অভিযোগের থেকে মুক্তি পেতে জামিনের আপিল করলেও সেই সময় তা গ্রাহ্য হয়নি। প্রায় সাত বছর পর যখন জামিন পেলেন পুরোটা তিনি পেলেন না।

কারণ অন্য রাজ্যের মামলা গুলো এখনও বর্তমান। আর এই নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন দেবযানী মুখোপাধ্যায়ের মা সর্বরি মুখোপাধ্যায়। তিনি সিবিআইকে সিআইডির এই কেসে ভূমিকা সম্পর্কিত একটি চিঠি পাঠান আর সেই চিঠি প্রকাশ হলে শোরগোল পরে যায়। তিনি চিঠিতে বলেন, তাঁর অভিযোগ, মেয়েকে মিথ্যা বলতে চাপ দেওয়া হচ্ছে।

বলতে বাধ্য করা হচ্ছে যে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী দু’জনেই সারদা কর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে ৬ কোটি টাকা করে নিয়েছেন। এ কথা যদি না বলেন, তা হলে তাঁকে বেশ কিছু মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। আর এই কথা সিআইডি -এর কানে যাওয়ার পর থেকে সিআইডি তরফ থেকে এই অভিযোগ খারিজ করা হয়। তারা প্রেসের কাছে একটি বিবৃতি দেয়। তাঁরা জানান ‘তদন্তকারী সংস্থা হিসাবে আমরা আইন মেনেই সমস্ত তদন্ত করি।

আরো পড়ুন: চার ভাইয়ের স্ত্রী একজনই! সন্তান নিয়ে ঝা’মে’লা সকলের ম’ধ্যে, পরিবারের ভিডিও ভাইরাল

আগামী দিনে আইন মেনেই তদন্ত করব। সংবাদমাধ্যমকে এ ধরনের অপপ্রচার এবং ভুয়ো তথ্য থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছি।’ তাই শর্বরী মুখোপাধ্যায়ের বলা প্রতিটা কথা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। সিআইডি তরফ থেকে আরও জানিয়েছে যে, ২৩ অগস্ট দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে তদন্তের সজন্যই গিয়েছিলেন তদন্তকারী আধিকারিক।

সেখানে সংশোধনাগারের শুধু তাঁরা ছিলেন না সেখানের মহিলা রক্ষীও ছিলেন। তাঁর উপস্থিতিতেই যা জিজ্ঞেস করার বলা হয়েছে বা দেবযানী মুখোপাধ্যায়ের বয়ান রেকর্ড করা হয়েছে। এবং তা সংশ্লিষ্ট আদালতের নির্দেশেই। তাই এই ধরনের অপপ্রচার বন্ধ করতে অনুরোধ করেছেন সিআইডি আধিকারিকরা।