সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কাঁকড়া ধ’রা’র সময় মৎস্যজীবীর উপর থা’বা বসাল বাঘ, এরপর যা ঘ’ট’লো

সন্দেশখালির ২০ নম্বর জঙ্গলের কাছে এবার সরাসরি মৎস্যজীবীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ। এই মৎস্যজীবী তখন কাঁকড়া ধরছিলেন নদীতে। তখনই ঝাঁপিয়ে পড়ে বাঘ।

ওই মৎস্যজীবী বাঘের থাবায় মারাত্মক জখম হন। যদিও বাঘ ওই মৎস্যজীবীকে টেনে নিয়ে জঙ্গলে যেতে পারেনি। কারণ ওই মৎস্যজীবীর সঙ্গীরা বাঘকে তাড়া করেছিল।

মৎস্যজীবীদের সূত্রে খবর, তখন নদীতে কাঁকড়া ধরছিলেন মৎস্যজীবী আবু তালেব পিয়াদা। তখনই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে জঙ্গলে। তখন লাঠি, নৌকার বৈঠা নিয়ে বাঘকে তাড়া করা হয়।

আরো পড়ুন: স্কুলের পোশাক যদি নীল-সাদা হয় ত’বে কি পড়ুয়ারা হাওয়াই চটি পড়ে যা’বে?

বাঘ একসঙ্গে তিনজন মানুষের তাড়া খেয়ে আবুকে জঙ্গলে ফেলে পালিয়ে যায়। তাতেই প্রাণে বেঁচে যান আহত মৎস্যজীবী। তবে বাঘের আক্রমণে তাঁর দেহ ক্ষতবিক্ষত হয়েছে। এই আহত মৎস্যজীবী আবু তালেব পিয়াদাকে জয়নগর–কুলতলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।

এখনও তাঁর মধ্যে আতঙ্কের রেশ রয়েছে। ক্ষতবিক্ষত অবস্থায় ভর্তি করা হয়েছিল। তবে এখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায়য় কলকাতায় নিয়ে আসতে হয়েছে। এখানে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি হয়েছেন মৎস্যজীবী।