সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের এই এলাকায় মাটির নিচ থেকে উ’ঠে এলো র’হ’স্য’ময় শ’ব্দ! আ’ত’ঙ্কে’র পরিবেশ

এবার ভূমিকম্পের আতঙ্ক ভারতেই। কারণ বুধবার সকালের দিকে ভারতের ভূমিকম্পের আতঙ্ক সৃষ্টি হয়েছে । মহারাষ্ট্রের লাতুর শহরের পূর্বদিকে এক ভয়ানক শব্দের সৃষ্টি হয় ঠিক সকাল ১০-১০.৪৫ এর মধ্যে।

এই ভয়ানক আওয়াজে স্হানীয়রা দারুন ভাবে ভয় পেয়ে যায়, তারা বেড়িয়ে আসে সকলে। গত কয়েকদিন আগেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়ার আশেপাশ, আর সেখানেই দারুন ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা নাকি ২০ হাজার ছাড়িয়েছে। দেশের অর্থনৈতিক সামাজিক অবস্থা একেবারে ভেঙে পড়েছে। আহতের সংখ্যা অগণিত, এবার তার ঠিক পরে ভারতে এই ধরনের আতঙ্ক ছড়িয়েছে যেটা মানুষের মনে দারুন ভীতির সঞ্চার করছে।

আরো খবর: সিদ্ধার্থ-কিয়ারার বি’য়ে’তে সবথেকে ব’ড়ো গিফট দিলেন আম্বানি ও করণ, উপহারের তা’লি’কা শুনে চ’ম’কে উঠবেন

এদিকে লাতুরের সেই ভয়ানক শব্দ শুনে স্থানীয়রা বিপর্যয় মোকাবিলা দপ্তরে খবর দেন কিন্তু বিশেষজ্ঞদের নজরে তেমন কিছু আসে না। বিশেষজ্ঞরা জানিয়েছে এই ধরনের আওয়াজ নতুন কিছু নয় এর আগেও নাকি মারাথওয়ারা এলাকা থেকে,কিল্লারি গ্রাম এবং হাসোরি থেকে এই ভয়ানক আওয়াজ শোনা গেছে।