সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কো’ন বয়স পুরুষদের বাবা হওয়ার জন্য একদম পা’র’ফে’ক্ট? কি বলছেন গবেষকরা?

সামজিক মতে একজন পুরুষের বিয়ের এবং একজন সন্তানের বাবা হওয়ার কোনও বয়স হয় না, একজন নারীর ক্ষেত্রে যেমন বিয়ে হওয়া এবং সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে একটা বয়স পর্যন্ত সীমাবদ্ধ থাকে, তেমনি একজন পুরুষের ক্ষেত্রেও সেটি হয়। যে কোন পুরুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ‘শু’ক্রা’ণু’র পরিমাণ কমতে থাকে ফলে আসতে পারে ব’ন্ধ্যা’ত্ব। তাহলে একজন পুরুষের বাবা হওয়ার সঠিক বয়স কত?

বিশেষজ্ঞদের মতে পুরুষদের বাবা হওয়ার সব থেকে সঠিক সময় হল তাদের ২০ বছরের বয়সের শেষের দিক থেকে ৩০ বছরের প্রথমদিকে। তবে এটাও সত্যি যে বেশি বয়সে অনেক পুরুষও বাবা হতে পারেন,তবে সেটা ব্যতিক্রম। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে একজন ৯২ বছর বয়সের ব্যক্তি যিনি ৯২ বছর বয়সে বাবা হয়েছেন।

বিশেষজ্ঞদের মতে যেকোনো পুরুষেরই ৪০ বছরের উপরে ‘শু’ক্রা’ণু’ উৎপাদন ক্ষমতা বন্ধ হয় ফলে সন্তান জন্ম দেয়ার ব্যাপারেও সমস্যা সৃষ্টি হয়। গবেষণায় উঠে এসেছে এই সংক্রান্ত তথ্য, ৪০ বছরের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষদের সন্তান হয়েছে তাদের সন্তানদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই নিউরো-ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এর মত সমস্যা দেখা গেছে।

আরো পড়ুন: আগুনে পু’ড়ে ছাই হ’য়ে গেল Nexon EV, এই ঘ’ট’না নিয়ে কি বললো TATA MOTORS?

২০১০ সালে একটি সমীক্ষা করা হয় এবং যেখানে দেখা যায় যে ৪০ বছর বয়সের করে যারা বাবা হয়েছেন তাদের সন্তানদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে একটি প্যারামিটার তৈরি করা হয়েছে মন যেখানে দেখানো হয়েছে যে ৩৫ বছর পর থেকে আস্তে আস্তে একজন পুরুষের ‘শু’ক্রা’ণু’র পরিমাণ কমতে থাকে।

পরিসংখ্যান অনুযায়ী বলা হয়েছে যে প্রত্যেকবার ‘বী’র্য’ নির্গতর সময় প্রতি মিলিলিটার ১ কোটি ৫০ লক্ষ ‘শু’ক্রা’ণু’র বের হওয়া দরকার তবে সেটি ফার্টিলিটির জন্য উপযুক্ত হয় কিন্তু এর থেকে কম হলে সেটি সন্তান ধারণের জন্য সমস্যা তৈরি করতে পারে।

বিশেষজ্ঞদের মতে একজন পুরুষের ফা’র্টি’লি’টি বেশি থাকে যখন তার বয়স ২২ থেকে ২৩ বছরের মধ্যে থাকা। ৩৫ এর বেশী হয়ে গেলে কোন পুরুষের ক্ষেত্রে সেই ফার্টিলিটি বিশেষভাবে কার্যকর হয় না, হলে গর্ভপাতের মতো সমস্যা দেখা দিতে পারে।