সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অবসর নেওয়ার এতদিন হ’য়ে গেলেও এখনো বিরাট-ধোনির চেয়ে বে’শি স’ম্প’দে’র অধিকারী শচীন টেন্ডুলকার

কিংবদন্তী এই ক্রিকেটারের ভক্ত সারা বিশ্ব জুড়েই। তার ক্রিকেটের কেরিয়ারে ১০০টি সেঞ্চুরি করে তিনি বিশ্বরেকর্ডও করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে তিনি সব মিলিয়ে ৩৪,৩৫৭ রান করেছেন। এককথায় তিনি ক্রিকেটের ভগবান। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ তিনি হলেন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক শচীন তেন্ডুলকর।

সম্প্রতি ভারতের সবচেয়ে ধনী খেলোয়াড়দের তালিকায় নাম উঠল শচীনের। আজ থেকে প্রায় ২০ বছর আগে ২০০১ সালে ভারতের একজন প্লেয়ার হিসেবে প্রথম একটি ব্র্যান্ডের সঙ্গে ১০০ কোটি টাকার একটি ডিল সাইন করেছিলেন।

এছাড়া রিট্যায়ারমেন্টের এত বছর পরেও মাসে তাঁর কোটি কোটি টাকা উপার্জন। সেই সাথে বিলাসবহুল বাড়ি এবং বাংলোর মালিকও তিনি। তবে এখনও তিনি কিভাবে এত পরিমাণ টাকা আয় করেন তা জানার ইচ্ছা তার ভক্তদের মধ্যে প্রবল।

আজকের প্রতিবেদনে শচীনের টাকা উপার্জনের কিছু ধারণা দিতে চলেছি। মুম্বাই এর বান্দ্রাতে ৬০০০ স্কোয়ার ফিটের একটি বাংলো রয়েছে ক্রিকেটের এই দেবতার। ২০০৭ সালে তিনি এই বিশালাকার বাড়িটি কিনেছিলেন ৩৭ কোটি টাকা দিয়ে, বর্তমানে এর বাজারমূল্য ১০০ কোটির ওপর।

এই বাড়ির বেসমেন্টে অনায়াসেই পঞ্চাশ টি গাড়ি একসাথে পার্কিং করা যাবে। এই বাড়ি নিজের ডিজাইন মতো সাজিয়েছেন তাঁর স্ত্রী অঞ্জলি। এই বাংলোটিতে একটি সুইমিং পুল ও জিম রয়েছে। সব মিলিয়ে এই বাংলোটি অসাধারণ দেখতে।

আরো পড়ুন: টা’কা আ’য় করার পাশাপাশি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য রতন টাটার ১০ টি অমূল্য টিপস

এছাড়া মুম্বাই এর বান্দ্রা এলাকার কুরলা কমপ্লেক্সে তাঁর আরও একটি বাড়ি রয়েছে, যেটি তিনি ৮ কোটি টাকায় কিনেছিলেন। সেই সাথে কেরালায় ৭৮ কোটি টাকা দামের একটি ওয়াটার ফেসিং বাংলো রয়েছে শচীনের, যেটি তাঁর পরিবারের সঙ্গে ছুটি কাটানোর জন্য পারফেক্ট প্লেস।

শচীনের কাছে ১৩ কোটি টাকার BMW, Ferrari 360 Modena, Audi সহ ৭টি গাড়ি রয়েছে।বিলাসবহুল বাড়ি গাড়ি ছাড়াও শচীনের রয়েছে ব্র্যান্ডেড ঘড়ির শখ।  তিনি প্রথম যে ওয়াচটি ব্যবহার করতেন সেটি ছিল ক্যাসিও কোম্পানির। এছাড়া তাঁর স্টকে রয়েছে পানেরোই, ফ্র্যাঙ্ক মুলার, জি অডেমারস পিগুয়েটের মতো বিভিন্ন নামিদামি কোম্পানির ব্র্যান্ডের ঘড়ি।

সবমিলিয়ে শচীনের মোট সম্পত্তির পরিমাণ ১২৭১ কোটি টাকা। ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের মাধ্যমে অনেক টাকা আয় করেন তিনি। এছাড়া শচীনের ‘Playing it my Way’ নামক একটি বই রয়েছে যা সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইগুলির মধ্যে অন্যতম। তাই এই বই বিক্রির মাধ্যমেও অনেক টাকা উপার্জন হয়েছিল তাঁর।