সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টা’কা আ’য় করার পাশাপাশি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য রতন টাটার ১০ টি অমূল্য টিপস

জীবনে সফল হতে কে না চায়! কিন্তু চাওয়া-টাই তো আর বড় কথা নয়। তার জন্য প্রয়োজন হয় সুযোগের। অবশ্য সুযোগ থাকলেই যে মানুষ সফলতা অর্জন করতে পারবে এমন কথা কোথাও লেখা নেই।

বিভিন্ন মানুষের সফলতার সংজ্ঞা বিভিন্ন এবং সবথেকে বড় কথা তা ভীষণই আপেক্ষিক। কেউ সারাজীবন টাকার খোঁজেই জীবন পাত করেন, কেউ বা চান সম্মান, খ্যাতি, কারও বা পছন্দ বিলাসবহুল লাইফস্টাইল।

জীবনে সফল হওয়ার জন্য প্রথমেই প্রয়োজন কোনো সফল ব্যক্তির পদ্ধতি অনুসরণ করা এবং তাদের পরামর্শ মেনে চলা। ভারতের অত্যন্ত সফল ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন টাটা গ্রুপের মালিক রতন টাটা।

আরো পড়ুন: অধিকাংশ মানুষই বাম হাতে ঘড়ি পরেন! কিন্তু কেন?

জীবনে সফলতা অর্জনের জন্য তিনি সকলের উদ্দেশ্যে ১০টি পরামর্শের উল্লেখ করেন। তাই আপনি যদি চান জীবনে সফল হতে তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য।

১) রতন টাটার মতে একজন মানুষকে তার নিজের থেকে ভালো আর কেউ চেনে না। তাই নিজের ক্ষমতা ও পরিস্থিতি অনুসারে সুযোগ এবং চ্যালেঞ্জ চিহ্নিত করতে হবে।

২) আপনাকে সবসময় বাস্তবকে মেনে নিতে শিখতে হবে। নিজের ক্ষমতা সম্বন্ধে অবগত হতে হবে। নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে তবেই সফলতার ছোঁয়া পাবেন।

৩) তাঁর মতে, ভদ্রতা, নম্রতা একজন মানুষের ব্যক্তিত্বের সবথেকে বড় অলংকার। এই কথা নিজেও স্মরণ করেন তিনি। তাই সফলতার শিখরে পৌঁছানোর পরেও রতন টাটা অত্যন্ত বিনয়ী প্রকৃতির একজন মানুষ। অহংকারের লেশমাত্র নেই তাঁর মধ্যে।

৪) পড়াশোনা শেষের পর রতন টাটার প্রথম কাজে র কথা শুনলে আপনিও চমকে যাবেন। প্রথমে তিনি টাটা স্টিলের চুল্লি তে কয়লা ও চুনাপাথর দিতেন। রতন টাটা আজও বিশ্বাস করেন কোনো কাজই ছোট নয়। তাই যে কোনো একজন ব্যক্তির অত্যন্ত নিষ্ঠাভরে করা উচিত।

৫) রতন টাটার মতে, মানসিকতা সবসময় উচ্চ রাখা উচিত, তা না হলে জীবনের পথে বারবার পিছিয়ে পড়তে হবে।

আরো পড়ুন: নতুন সিরিয়াল নি’য়ে ফি’র’ছে ছোট্ট নেতাজি, এখন কে’ম’ন দেখতে হ’য়ে’ছে অঙ্কিত?

৬) রতন টাটা এও বলেন যে প্রতিদিন ই আমাদের কিছু না কিছু করা উচিত, তাহলেই ভবিষ্যতে এর প্রভাব দেখতে পাওয়া যাবে।

৭) তাঁর মতে, বিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদ হল আত্মবিশ্বাস। এটি একজন ব্যক্তিকে তার চারপাশের মানুষদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে এবং একজন ব্যক্তিকে সফল হতে সাহায্য করে।

৮) প্রত্যেক মানুষেরই কিছু না কিছু গুণ বা প্রতিভা থাকে। তাই সময়মতো সেগুলির বিকাশ ঘটানো খুবই প্রয়োজন। তাই সেই গুণ বা প্রতিভার চিহ্নিতকরণ প্রথমেই প্রয়োজন।

৯) কোনো কঠিন পরিস্থিতি র সাথে মোকাবিলা না করে পালিয়ে যাওয়া কখনোই উচিত নয়। তা হলে মানুষ সংগ্রাম করতে পারবেনা।

১০) সাফল্যের গল্প পড়ে সেখান থেকে সর্বদা কিছু শেখার চেষ্টা করুন। কারণ সাফল্যের গল্প পরার মধ্য দিয়েই জীবনে আশার সঞ্চার হয়।