Home অফবিট অধিকাংশ মানুষই বাম হাতে ঘড়ি পরেন! কিন্তু কেন?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অধিকাংশ মানুষই বাম হাতে ঘড়ি পরেন! কিন্তু কেন?

সময়ের খেয়াল রাখার জন্য আমরা হাতঘড়ি ব্যবহার করি। আর আজকালকার দিনে ঘড়ি পরা একটা ফ্যাশন। আর কেউ যদি দামি ব্র্যান্ডের ঘড়ি হাতে পরেন তাহলে তো আর কোনো কথাই নেই।চাল-চলনই বদলে যায় একেবারে। এমনকি এই ঘড়ি পরার স্টাইলের মধ্যে দিয়ে কোনো ব্যক্তির ব্যক্তিত্বও প্রকাশ পায়।

অধিকাংশ নারী-পুরুষদেরই বাম হাতে ঘড়ি পরতে দেখা যায়। কিন্তু তার কারণ কি কেউ জানে! কারণস্বরূপ অনেকে বলেন, যেহেতু অন্যরা বাম হাতে ঘড়ি পরেন তাই আমিও পরছি। তবে জানেন কি ঘড়ি বাম হাতে পরার পেছনে অন্য কারণ আছে।

হাতঘড়ির ইতিহাস থেকে জানা যায়, সর্বপ্রথম ছোট ঘড়ি যখন আবিস্কার হয় তখন বেশিরভাগ মানুষই পকেটে ঘড়ি রাখতেন। সেই সময় পকেট ঘড়ি বেশ জনপ্রিয় ছিল। কারণ তখনো ঘড়ি যে হাতে পরা যেতে পারে এমন কোনো ধারণা মানুষের ছিল না।

আরো পড়ুন: গ্রে’ফ’তা’র হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, এবার মু’খ খুললেন বাংলার অগ্নিকন্যা ববিতা সরকার

পরে বোর যুদ্ধের সময় একদল সৈনিককে চামড়ার স্ট্র্যাপে ঘড়ি আটকে প্রথম কবজিতে পরতে দেখা যায়। যেহেতু তারা মিলিটারি অপারেশনের যুক্ত ছিলেন তাই পকেট থেকে ঘড়ি বের করে তাদের পক্ষে সময় নথিবদ্ধ করা কার্যত অসম্ভব এবং কষ্টকর ছিল। তাই সেই সময় থেকেই হাতে ঘড়ি পরার চল শুরু হল।

হাতে ঘড়ি পরার চল জনপ্রিয় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে বাজারে নানান ডিজাইন আসে। সেই ঘড়ি ছিল বিশাকৃতির এবং ততটা টেকসইও ছিল না। তখনো বাম হাতে না ডান হাতে ঘড়ি পরা হবে তার চল শুরু হয়নি। যেহেতু ডান হাতেই বেশি কাজ করা হতো, তাই কোনো কাজ করতে গেলেই সেই ঘড়ি ভেঙে যাওয়ার খুব সম্ভাবনা ছিল।

তাই ঘড়ি বারবার ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচাতে তা বাম হাতে পরা শুরু হয়। আর তখন বাম হাতের ঘড়ি পরার অভ্যাস বেশ জনপ্রিয় হয়ে ওঠে। আর তার পর থেকেই বাম হাতে ঘড়ি পরার চল শুরু হয়।

তবে বিজ্ঞান মতে, যদি শরীরের গঠনকে গুরুত্ব দেওয়া হয় তাহলে ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বামহাতেই ঘড়ি পরা উচিত। তবে বিভিন্ন গবেষণা অনুযায়ী, অধিকাংশ মানুষই ডান হাতি। তবে তারা বামহাতে ঘড়ি পরলে সহজে সময় দেখা যায়।