সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

TET পরীক্ষা হ’বে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, ঘো’ষ’ণা শিক্ষামন্ত্রীর

আজ বহুদিন ধরে যোগ্য ছেলে মেয়েরা পথে পথে ধর্না দিয়েছেন তাদের যোগ্যতার বিনিময়ে একটা চাকরির জন্য কিন্তু তাঁরা অসুস্থ হয়ে পড়লেও চাকরি তারা পাননি। আর এই নিয়ে তাঁরা আদালতের দারস্ত হলে সেখানে তাঁদের এতদিনের কষ্টের সুবিচার মিলেছে। সুপ্রিম কোর্টে আদেশ জারি হওয়ার পর থেকেই টনক নড়েছে শিক্ষা পর্ষদ গুলোর।

যদিও সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল সেপ্টেম্বরের মধ্যে টেট পরীক্ষা নেওয়া শুরু করতে। কিন্তু সূত্রের খবর, পর্ষদের তরফে সুপ্রিম কোর্টে জানানো হবে যে সেপ্টেম্বরের মধ্যে টেট পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তবুও বহু দিন নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার পর অবশেষে টেট -এর পরীক্ষা পুজোর পর ডিসেম্বর মাসে হবে বলে জানিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ।

গত শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির সদস্যরা বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকেই নয়া প্রাথমিক টেট কবে নেওয়া হবে, তা নিয়ে আলোচনা হয়েছিল। তারপর পর্ষদের নয়া চেয়ারম্যান গৌতম পাল জানিয়েছিলেন, ডিসেম্বরে টেট হবে। তবে কোনো দিনের কথা বলেন নি তিনি।

আরো পড়ুন: ষষ্ঠীর পুজো ক’টা’র সময় হ’বে? জানুন অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময়

তবে জানা যাচ্ছে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু সোমবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীর উপলক্ষ্যে বিদ্যাসাগর অ্যাকাডেমিতে একটি অনুষ্ঠানে জানান, আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রাথমিকের টেটের লিখিত পরীক্ষা হবে। সে বিষয়ে পর্ষদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে পরীক্ষার চূড়ান্ত নির্ঘণ্ট এখনও ঠিক করা হয়নি। খুব শীঘ্রই টেটের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।