সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ষষ্ঠীর পুজো ক’টা’র সময় হ’বে? জানুন অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময়

দেখতে দেখতে দুর্গাপুজো চলে এলো। আর ৪ দিনের অপেক্ষা। তাঁর পরেই মহা তোড়জোড় করে পালন করা হবে বাঙালির শ্রেষ্ট উৎসব। এই বছর মা দুর্গার গজে আগমন, ফল– গজে চ জলদা দেবী শস্য পূর্ণা বসুন্ধরা। শ্রী শ্রী দুর্গাদেবীর নৌকায় গমন, ফল নৌকায়াং শস্যবৃদ্ধি জলবৃদ্ধিশ্চ।

কিন্তু পঞ্চমী থেকে দশমীর পূজা কখন পড়ছে কখন কাটছে সেটা জানেন কি? আসুন জেনে নেওয়া যাক দুর্গাপুজোর নির্ঘণ্ট।
এই বছর পঞ্চমী শুরু হচ্ছে ১২ আশ্বিন, (২৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার। পঞ্চমী তিথি শুরু হচ্ছে– রাত্রি ঘটিকা ১২টা ১০ মিনিট। আর সমাপ্ত হচ্ছে ১৩ আশ্বিন, (৩০ সেপ্টেম্বর) শুক্রবার রাত্রি ১০ টা বেজে ৩৫ মিনিটে।

ষষ্ঠীর পূজো আরম্ভ হচ্ছে ১৩ ই আশ্বিন শুক্রবার রাত্রি ঘটিকা ১০টা ৩৮ মিনিট ৯ সেকেন্ড। আর সমাপ্ত হচ্ছে ১৪ ই আশ্বিন ( ১ অক্টোবর ) শনিবার রাত্রি ঘটিকা ৮টা ৩৫ মিনিট ৫০ সেকেন্ড।

আরো পড়ুন: পুজোর আগেই ব’হু চাকরি, বড় নি’র্দে’শ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

সপ্তমীর পূজা শুরু হচ্ছে ১৪ই আশ্বিন, (১ অক্টোবর) শনিবার রাত্রি ঘটিকা ৮টা ৩৫ মিনিট ৫১ সেকেন্ড। ও সমাপ্ত হচ্ছে ১৫ই আশ্বিন (২ অক্টোবর ) রবিবাররাত্রি ঘটিকা ৬টা ২১ মিনিট ২৬ সেকেন্ড।

অষ্টমীর পূজা শুরু হচ্ছে ১৫ই আশ্বিন (২ অক্টোবর ) রবিবার রাত্রি ঘটিকা ৬টা ২১ মিনিট ২৭ সেকেন্ড। আর সমাপ্ত হচ্ছে ১৬ ই আশ্বিন (৩ অক্টবর) সোমবার রাত্রি ঘটিকা ঘটিকা ৩ টে ৫৯ মিনিট ১ সেকেন্ড।

পূর্বাহ্ণ ৯টা ২৭ মিনিট ২৮ সেকেন্ড মধ্যে কিন্তু কাল বেলানুরোধে ৬টা ৫৯ মিনিট ৪৫ সেকেন্ড মধ্যে পুন ঘটিকা ৮টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড হইতে পূর্বাহ্ণ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ, কেবল মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রসস্তা।

সন্ধিপূজার সময় হলো ঘ ৩ টে ৩৫ মিনিট ১ সেকেন্ড থেকে অপরাহ্ণ ঘ ৪ টে ২৩ মিনিট ১ সেকেন্ড মধ্যে সন্ধিপূজা। ঘ ৩ টে ৩৫ মিনিট ১ সেকেন্ড থেকে সন্ধিপুজারম্ভ। ঘ ৩ টে ৫৯ মিনিট ১ সেকেন্ড থেকে বলিদান। অপরাহ্ণ ঘ ৪ টে ২৩ মিনিট ১ সেকেন্ড মধ্যে সন্ধিপুজা সমাপন।

নবমীর পূজা শুরু হচ্ছে ১৬ আশ্বিন(৩ অক্টোবর) সোমবার। সময়– ঘ ৩ টে ৫৯ মিনিট ২ সেকেন্ড। ও নবমী তিথি শেষ হচ্ছে ১৭ আশ্বিন(৪ অক্টোবর) মঙ্গলবার। সময়– ঘ ১টা ৩৩ মিনিট ৩ সেকেন্ড। পূর্বাহ্ণ ৯টা ২৭ মিনিট ২৪ সেকেন্ড মধ্যে কিন্তু বারবেলানুরধে ঘ ৬টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড মধ্যে পুন ঘ ৮ টা ২৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে পূর্বাহ্ণ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রসস্তা এবং দেবীর নবরাত্রিকা ব্রত সমাপ্ত।

দশমী তিথি শুরু হচ্ছে ১৭ আশ্বিন, ( ৪ অক্টোবর) মঙ্গলবার। সময়– ঘ ১ টা ৩৩ মিনিট ৪ সেকেন্ড। ও দশমী তিথি শেষ হচ্ছে ১৮ আশ্বিন,(৫ ই অক্টোবর ) বুধবার। সময়– ঘ ১১ টা ৯ মিনিট ৫২ সেকেন্ড। পূর্বাহ্ণ ৯টা ২৭ মিনিট ২০ সেকেন্ড মধ্যে দ্ব্যাত্মক চরলগ্নে ও চর নবাংশে কিন্তু বারবেলানুরোধে ৮টা ২৮ মিনিট ২৯ সেকেন্ড মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিতপূজা সমাপনান্তে বিসর্জন প্রসস্তা।