সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জন্মান্ধরা কি স্ব’প্ন দেখেন? দেখলে কিভাবে দেখেন?

আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি। সারাদিন আমাদের জীবনে যা কিছু ঘটে চলে বা আমরা যা কিছু চিন্তা করি রাতে ঘুমের সময় স্বপ্নের মধ্যে সেগুলোই প্রতিচ্ছবি হয়ে আমাদের সামনে ধরা দেয়। স্বপ্নকে আসলে আয়না বলে চিহ্নিত করেছেন গবেষকরা।

মানুষের মনের অপূর্ণ ইচ্ছে, আশা-আকাঙ্ক্ষা, ব্যথা, বেদনা, ভয়, স্মৃতি, ভালোবাসা নিয়েই স্বপ্ন। তাহলে প্রশ্ন হলো অন্ধ মানুষেরাও কি স্বপ্ন দেখতে পারেন? সম্প্রতি একদল গবেষক এই নিয়ে গবেষণার একটি রিপোর্ট পেশ করেছেন।

11 জন জন্মান্তর, জন্মের পর কোনো কারণবশত অন্ধ হয়েছেন এমন 14 জন, 25 জন স্বাভাবিক মানুষের উপর চার সপ্তাহ ধরে গবেষণা চালিয়ে এই রিপোর্ট পেশ করা হয়েছে।

আরো পড়ুন: জঙ্গলে ব’ন্দু’ক হাতে অ্যা’ক’শ’ন মু’ডে জওয়ান, হটাৎ করে সামনে চলে এ’লো বি’ষ’ধ’র সাপ, এরপর যা হলো

28 দিনের জন্য প্রত্যেকে যা কিছু স্বপ্ন দেখবেন সবটাই লিখে রাখার ব্যবস্থা করা হয়। অন্ধ মানুষদের জন্য টেক্সট টু স্পিচের ব্যবস্থা করা হয়েছিল। স্বপ্নে কি দেখেছেন? কি রংয়ের জিনিস দেখেছেন? কোনো স্বাদ, গন্ধ বা ব্যথা অনুভব করেন কিনা?

স্বপ্নে রাগ, দুঃখ বা ভয় পেয়েছেন কিনা? এমনই সব প্রশ্ন হয়েছিল। যারা চোখে দেখতে পান তারা সকলেই স্বপ্ন দেখেছিলেন। তবে যারা জন্মান্ধ তারা ভিজুয়াল ইম্প্রেশনের বর্ণনা দিতে পারেননি।

তারাও কিন্তু স্বপ্ন দেখেছেন বা অনুভব করেছেন। যেমন অন্ধদের একটি অংশ স্বপ্নে কিছু স্বাদ পেয়েছেন। কেউ গন্ধ অথবা শব্দ শুনতে পেয়েছেন।

অন্ধদের মধ্যে আবার দুঃস্বপ্ন দেখার প্রবণতা বেশি রয়েছে। কেউ স্বপ্নের মধ্যে গাড়িতে ধাক্কা খেয়েছেন বা কেউ ম্যানহোলে পড়ে গিয়েছেন। কেউ সঙ্গের কুকুরটিকে হারিয়ে ফেলেছেন।