সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলায় এলেন বলিউড তারকা সোনু সুদ, বললেন “আমিও কি’ছু করতে চাই”

বর্ধমানের কাঞ্চননগরের বৃদ্ধাশ্রমের কর্মকান্ড দেখে দারুণ ভাবে অবাক বলিউড অভিনেতা সোনু সুদ। সোনু সুদকে আমরা ছবির পর্দায় ভিলেনের ভূমিকায় দেখে এসেছই। কিন্তু করোনা কালে তার কর্মকান্ড সমাজ সেবা দারুণ ভাবে মানুষকে আকৃষ্ট করেছে ও তাকে রিল লাইফের ভিলেন থেকে রিয়েল লাইফের হিরো বানিয়ে দিয়েছে।

বড় বড় হিরোরাও যা করতে পারে নি, তিনি সেটা করে দেখিয়েছেন। এবার সেই সোনু সুদ পশ্চিমবঙ্গে। আসলে বর্ধমানের বৃদ্ধাবাসের পরিচালনা করে থাকে বিধায়ক খোকন দাস, এই বিধায়ক বর্ধমানের কাঞ্চননগরে কাঞ্চন উৎসবের সূচনা করে। এবার ১৫ বছরে পা দিতে চলেছে এই উতসব।

এই উতসবে বলিউডের অনেক তারকা এর আগে এসেছে মাধুরী থেকে শুরু করে সঞ্জয় দত্ত, সোনু নিগম, অভিজিত, উদিত নারায়ণ ও আরও অনেকে। এবার আসছেন সোনু সুদ। সোনু সুদের আসার খবর পেয়ে বর্ধমানের কাঞ্চন নগরের বৃদ্ধাশ্রম ছিল একেবারে সাজোসাজো রব।

আরো খবর: ৪৫ টা’কা বিনিয়োগে রিটার্ন মি’ল’বে ২৫ লাখ! দু’র্দা’ন্ত স্কি’ম LIC-র

সোনু সুদ সেখানে পৌছে নবনীড় বৃদ্ধাবাস ঘুরে দেখেন। তারপরেই তিনি আবেগাপ্লুত হয়ে যান। তিনি সেখানে দাঁড়িয়ে বলেন, এখানে আসতে পারাটা আমার কাছে আশীর্বাদ। খোকন বাবুরা অন্যের বাবা মায়ের জন্য যা করেছেন তা সত্যি প্রশংসার যোগ্য।

আমি তাদের পরিবারের অংশ হতে পেরে দারুণ আপ্লুত। এখানে আসতে পেরে আমি খুবই খুশি, আমিও ফিরে কিছু একটা করতে চাই। তিনি আরও বলেন, আমার মা বলতেন জীবনে হাতের মুঠ সর্বদা খোলা রেখ।


সেই হাতের মুঠোতে যদি অন্যের খুশি থাকে তাহলে জীবন সার্থক। তাছাড়া আমাদের অভিনেতাদের জীবন খুবই ছোট। রুপোলী পর্দার কাজ মানুষ কয়েকদিন মনে রাখলেও সেটা পরে ভুলে যায়। তাই বাস্তব জীবনে কিছু করতে পারলে তার রেশ তাকে সারা জীবন।