সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কি অবস্থা! ভাত না খে’য়ে বে’শি বে’শি করে মাংস খাওয়ায় বরপক্ষকে লা’ঠি’পে’টা

বিয়ে বাড়িতে এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর যারা বর কনেকে দেখতে যায়। বেশিরভাগই যায় খাবারের মেনুর দিকে তাক করে। তবে এবার বিয়ে বাড়িতে গিয়ে বেশি মাংস খাওয়ার অপরাধে কনে পক্ষ পেটাতে শুরু করল বরযাত্রীদের। যদিও এই ঘটনায় কোনপক্ষই পুলিশের দারস্থ হয়নি।

কি ভাবছেন! এও আবার হয় নাকি! মারই যখন খেতে হবে তখন নেমন্তন্ন করে ডেকে আনার কি মানে! বাস্তবে এমনই এক ঘটনা ঘটেছে রবিবার বাংলাদেশের চুয়াডাঙা সদর উপজেলার বদরগঞ্জ দশনিপাড়ায়। সেখানে ছিল সবুজ নামে এক যুবকের সঙ্গে সুমি খাতুন নামে এক যুবতীর বিবাহ অনুষ্ঠান।

সেই বিয়ের অনুষ্ঠান শেষে শুরু হয় খাওয়া দাওয়া পর্ব। আর সেখানেই ভাত না খেয়ে বেশি মাংস খান বরযাত্রীরা, আর তাতেই রেগে গিয়ে তাদের উপর চড়াও হয় কনেপক্ষরা। প্রথমে হাতাহাতি দিয়ে শুরু হলেও, পরে তা লাঠি পর্যন্ত গিয়ে পৌঁছায়।

এ প্রসঙ্গে বরপক্ষের দাবি, খেতে বসে বরযাত্রীরা বেশি মাংস চাইলে, কনেপক্ষ তা দিতে অস্বীকার করে। আর তারপর তাঁরা লাঠি নিয়ে চড়াও হয়।এই ঘটনায় ৩ ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের নাম শাহ জামাল, ফারুক হোসেন ও আবদুর রহিম। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, শাহ জামালের অবস্থা আশঙ্কাজনক, তিনি চুয়াডাঙা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

অন্যদিকে এই প্রসঙ্গে কনেপক্ষের অভিযোগ, বরপক্ষ খেতে বসে প্রথম থেকেই ভাত কম খেয়ে বেশি বেশি মাংস চাইতে থাকে। তাঁদের ইচ্ছানুযায়ী মাংস দেওয়াও হয়, শেষ হয়ে যাওয়ার পরও আরও ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এরই মধ্যে তাঁরা কনেপক্ষের সঙ্গে অভদ্র আচরণ শুরু করে।