সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বান্ধবীদের কাছে নিজের স্থান উঁ’চু করতে মোবাইল চু’রি’র পে’শা যুবকের, এখন ঠি’কা’না শ্রীঘর

বান্ধবীদের দামী দামী সব উপহার দেওয়ার জন্য রাতের কলকাতায় চুরি করে বেড়াতেন এক যুবক। বড় বড় আবাসনে হানা দিয়ে তিনি ল্যাপটপ দামি মোবাইল চুরি করতেন বলে জানা যাচ্ছে। ধৃত ওই যুবকের নাম জয়দেব জানা। সোমবার সোনারপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই যুবককে।

27 বছর বয়সী ওই সুদর্শন যুবককে দেখলেই নাকি প্রেমে পড়ে যান মহিলারা। বান্ধবীদের উপহার দেওয়ার জন্য এতদিন রাতের কলকাতা শহরের ভিডিও দামি দামি মোবাইল আইফোন চুরি করে বেড়াত সে। কলকাতার বড় বড় আবাসনের বাসিন্দারা রাতে ব্যালকনির দরজা খোলা রেখে ঘুমান। সেই সুযোগে ব্যালকনি দিয়ে ঢুকে প্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলতেন ওই যুবক।

অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে অভিযুক্ত। সম্প্রতি একটি আবাসনের রেনপাইপ বেয়ে আবাসনের মধ্যে ঢুকে দামি ল্যাপটপ চুরি করেছিল সে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই অভিযুক্তের সন্ধান পায় পুলিশ। ধৃতের কাছে একাধিক ল্যাপটপ এবং দামি আইফোন উদ্ধার করা হয়েছে। সেগুলি বিক্রি করে বান্ধবীদের দামি উপহার দেওয়ার পরিকল্পনা ছিল অভিযুক্তের। দক্ষিণ কলকাতায় চুরি করার জন্য সোনারপুরে ঘর ভাড়া নিয়ে থাকতো ওই যুবক।

জয়দেবের বাড়ি গোসাবা থানার মন্মথনগর গ্রামে। তিনি নিজেকে ব্যবসায়ী বলে দাবি করে মহিলাদের দামী উপহার দিয়ে তাদের সঙ্গে পরিচয় বাড়াতেন। উপহারের টাকা জোগাড় করতে যাদবপুর, নেতাজিনগর চত্বরে ফোন এবং ল্যাপটপ চুরি করতেন তিনি। ওই যুবক চুরির মাল কোথায় বিক্রি করতো তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।