সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাজারে ছে’য়ে গিয়েছে iphone 14! লঞ্চ হওয়ার আগেই ন’ক’ল ফোন

বাজারে আসতে চলেছে নতুন আইফোন ১৪। মোট চার রকমের আইফোন ১৪ আনতে চলেছেন আইফোন সংস্থা। ৭ ই সেপটেম্বর লঞ্চ হবে আইফোন ১৪ সিরিজের একাধিক মডেল। ইতিমধ্যেই এই লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র সংবাদমাধ্যম দফতরে পৌঁছেছে। কিন্তু লঞ্চের আগেই ঘটলো এক অপ্রত্যাশিত ঘটনা। হুবহু এক দেখতে ফোন নিয়ে হাজির চিন। চীনের বাজারে দেখা যাচ্ছে হুবহু এক আইফোন ১৪। আর দামও অনেকটাই কম আসল আইফোনের থেকে।

ভিতরের ফিচারস কোনটার কেমন এখনই বলা যাচ্ছে না কারণ আসল আইফোন১৪ সংস্থা এখনও তাদের ফোন লঞ্চ করেন নি। করলে বোঝা যাবে। তবে সাধারণত দেখা যায়, আইফোন লঞ্চের পরে চিনে নকল আইফোন লঞ্চ হয় তবে এবার আর অপেক্ষা করেনি। তার আগেই ফাঁস হয়ে গেছে কোনো ভাবে আসল মডেল। আর তাতেই বিপত্তি।

এমনও বলা হচ্ছে যে, বিশেষ করে নকল ফোনের নচ ডিজাইনের সঙ্গে আইফোন১৪ – এর ডিজাইনের সাদৃশ্য রয়েছে। আর এই সমস্ত কিছুই দেখা গেছে জনপ্রিয় ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব -এ। এই ভিডিওতে নকল মডেলের আইফোন আনবক্সিং করতে দেখা যাচ্ছে। আর মডেলটার সাথে সেভাবে কোনো অমিল পাওয়া যাচ্ছে না। খুব বুঝে সুজে কপি করা হয়েছে এই ফোন আসল মডেলটির সাথে।

আরো পড়ুন: বলিউডের সু’পা’র ভিলেন মুকেশ ঋষিকে কা’র কা’র মনে আ’ছে? এখন কি করছেন তিনি?

এই ফোনে আনরয়েড১১ অপারেটিং সিস্টেম চলবে। যদিও তার উপরেই চলবে আইওএস স্কিন। যা ব্যবহারকারীকে আইফোন ব্যবহারের মতো অভিজ্ঞতা দেবে। প্রসঙ্গত উল্লেখ্য, আসল আইফোন এই সপ্তাতেই রিলিজ করবে। আইফোন ১৪ এর ৪টি মডেল প্রকাশিত হবে। মনে করে হচ্ছে আইফোন ১৪ প্রো সিরিজের ফোনগুলিতে এ ১৬ বায়োনিক চিপ ব্যবহার হতে পারে।

সঙ্গে থাকতে পারে ৫০ মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরা। সেই খবর সত্যি হলে এই প্রথম কোন আইফোন-এ ৫০ মেগা পিক্সেল ক্যামেরা দেখা যাবে। এছাড়াও আইফোন১৪ সিরিজের ফোনগুলিতে থাকতে পারে এ ১৫ বায়োনিক চিপ। আইফোন ১৩ এ সিরিজের 4টি ফোনেই এই চিপ ব্যবহার করা যাবে। তবে এবারে আইফোনে কিছু বদল ও আনা হয়েছে।

নতুন ফোনগুলো থেকে বাদ যেতে চলেছে ডিসপ্লে নচ। পরিবর্তে আইফোন১৪ সিরিজে ডিসপ্লে পিল ব্যবহার হবে। আগের আনরয়েড ফোন গুলোতে যে হোল পাঞ্চ ডিসপ্লে দেখা যেত তেমনই থাকতে চলেছে আপ কামিং আইফোনগুলিতে বলে জানা যাচ্ছে।