সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই ই-স্কুটার গিনেজ বুকে নাম তু’লে নিলো, একটানা ২৪ ঘন্টায় দৌঁ’ড়া’লো ১৭৮০ কিমি

বর্তমানে ইলেকট্রিক ভেহিকেলকে এক আলাদাই গুরুত্ব দেওয়া হচ্ছে। আর সেটা আগামী ভবিষ্যতের কথা ভেবেই। জ্বালানীর প্রাচুর্য কমে যাওয়ার কারণে ও দূষণ থেকে গ্লোবাল ওয়ার্মিং থেকে মুক্তি দেওয়ার জন্য এই ইলেকট্রিক ভেহিকেল দারুণ ভাবে বাজার গরম করছে।

বিভিন্ন সংস্থা ২ চাকা থেকে শুরু করে ৪ চাকা সমস্ত যানবাহন বাজারে নিয়ে আসছে। সম্প্রতি হিরো মটোকর্পের কথা যদি বলা যায় তাহলে তাদের ইলেকট্রিক স্কুটার বাজারে এসেছে। যার নাম রাখা হয়েছে হিরো ভিডা ভি ১। সম্প্রতি এই স্কুটার গিনিস বুকে নাম তুলেছে।

টানা ২৪ ঘন্টা না থেমে ১৭৮০ কিমি পথ অতিক্রম করেছে। হিরো সেন্টার ফর ইনোভেশন এন্ড টেকনোলজি জয়ুপুর থেকে ২০ থেকে ২১ এপ্রিলের মধ্যে রেকর্ড গড়ে তুলেছে।

মোট ৬ জন রাইডার এই যাত্রায় অংশ গ্রহণ করেছে। তারা ২০ এপ্রিল সকাল ৬.৪৫ মিনিটে রাইডিং শুরু করেছে, আর তারা ননস্টপ চালিয়ে ২১ এপ্রিল মাঝরাতে পৌছায় ও আগের রেকর্ড ভেঙ্গে দেয়। তবে এই যাত্রা পথে কয়েকবার ব্যাটারী বদল করতে হয়েছে।

আরো খবর: শক্তি বা’ড়ি’য়ে উপকূলের দিকে ধে’য়ে আসছে ঘূর্ণিঝড় “মোকা”, কোথায় কোথায় তা’ন্ড’ব দেখাবে ?

আর সেই ব্যাটারি বদল করার জন্য ২০ সেকেন্ড করে নেওয়া হয়েছে। সি আই টি ইঞ্জিনিয়ারদের একটি দল এই রেকর্ড করেছে। এই স্কুটারের ক্ষমতা সম্পর্কে সবাই অবগত হয়ে গেল, রেকর্ডের পর।

ইলেক্ট্রিক স্কুটারের ক্ষেত্রে রিমুভাল ব্যাটারি দুর্দান্ত রেঞ্জ অফার করে। স্কুটির গতিও দারূন বজায় থাকে। এই স্কুটারের ৩.৯ ওয়াটের যা ফুল চার্জ করলে ১৬৫ কিমি যাওয়ার ক্ষমতা রাখে।