সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অসাধ্য সা’ধ’ন করলো SSKM, স্ত’ন পুরোপুরি বা’দ না দিয়েই ক্যানসার আ’ট’কা’তে বি’র’ল অ’স্ত্রো’প’চা’র

এখনো পর্যন্ত গোটা বিশ্ব জুড়ে এমন কিছু রোগ আছে যার পরিষ্কারভাবে কোন তথ্য নেই। এরকম একটি চিকিৎসার নাম এন্ডোস্কোপি ব্রেস্ট সার্জারি উইথ প্রাইমারি রিকনস্ট্রাকশন। কোনরকম কাটাছেঁড়া নয় বরং শুধুমাত্র এন্ডোস্কোপির মাধ্যমে স্তনে হওয়া ক্যান্সারকে বাদ দিয়ে আবার পুনর্গঠন করা সম্ভব। এই সম্পর্কে গোটা নেটদুনিয়া একেবারে নিশ্চুপ তাই এই ঘটনাটি খুব বিরল নাকি প্রথম, সে নিয়ে যথেষ্ট দ্বিধা রয়েছে, তবে এটা বলা যায় যে এখনো পর্যন্ত ভারতের কোন সরকারি হাসপাতালে এই ধরণের অপারেশন হয়নি।

অপারেশন করার সাহস নিয়েছেন কলকাতা এসএসকেএমের ডাক্তারেরা। এখন ব্রেস্ট ক্যান্সার ঘরে ঘরেই বলতে গেলে এই রকমের লক্ষ লক্ষ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত মহিলাদের একটি নতুন পথের সন্ধান দিলেন চিকিৎসকরা। স্তন অংশটি হলো নারীদের সৌন্দর্য্যের সবথেকে অন্যতম একটি অঙ্গ, সেইজন্যে যখন ক্যান্সার রোগ এইখানে বাসা বাঁধে তখন অনেকটা মারাত্মক আকার ধারণ করে। শরীরে মারাত্মক রোগ বাসা বেঁধে থাকলে অনেকেই ভয় পান সার্জারি করতে যার ফলে সিদ্ধান্ত নিতে বেশ দেরি হয়ে যায় অন্যদিকে বাড়তে থাকে এই রোগের প্রকোপ।

এইরকমই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে ভগবানগোলার এক বধূর সাথে তার বয়স ৩১। ক্যান্সারের মতো মারণ রোগ হওয়ায় প্রথম দিকে তিনি হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে এই রোগ নির্মূল করার চেষ্টা করেছিলেন কিন্তু সেটা কোনো কাজ হয়নি অবশেষে ২০২১ সালে তিনি পিজি হাসপাতালের ব্রেস্ট সার্জারি বিভাগে দেখিয়েছিলেন এবং চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন।

তারা বুঝতে পেরেছিলেন যে অস্ত্রোপচার করার কোন জায়গা আপাতত নেই, অধ্যাপক সার্জন ডক্টর দিপ্তেন্দ্র সরকার এ বিষয়ে জানান যে, ছোট সাইকেল কেমোথেরাপি দিয়ে প্রথম প্রথম টিউমারটিকে ছোট করা গিয়েছিল।১২ই জানুয়ারিতে কামরুন্নেসাকে ভর্তি করা হয় এবং শুক্রবারে তার অস্ত্রোপচার হয়েছিল এবং সেখানে বেরিয়েছে অভিনব একটি পথ।

এই পথই বিষয়ে দীপেন্দ্র বাবু জানান, বগলের নিচে এবং পিঠে দুটো ফুটো করে এন্ডোস্কপির মাধ্যমে অপারেশন করা হয়েছে। পিঠে থাকা ল্যাটিসমাস ডরসাইল পেশী তুলে স্তনের প্রাথমিকভাবে আবার পূর্ণ গঠন করেছেন তারা এন্ডোস্কপির মাধ্যমে। ভারতের প্রথম ব্রেস্ট সার্জারি এক্ষেত্রে নতুন একটি পথ দেখিয়েছেন বলেই মনে করছেন দীপেন্দ্র বাবু।

এরকম একটি রোগের ক্ষেত্রে রোগী অত্যন্ত খুশি। ওই রোগী জানান, প্রথমদিকে ছুরি কাঁচি দিয়ে অপারেশন করা হবে বলে প্রচুর ভয় পেয়েছিলেন তিনি যার জন্য ভেবেছিলেন অন্য কোন রাস্তা খুঁজবেন কিন্তু এই ব্যাপারটা যে এত সহজভাবে হতে পারে সেটা কখনোই কেউ ভেবে দেখেননি তিনি। আগে থেকে অনেক ভালো রয়েছেন এবং বাইরে থেকে বোঝা যাওয়ার মতো দাগ ও তেমন হয়নি।