সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’য়ে দেওয়া হলো দুই পো’ষ্য টমি-জেলির, আমন্ত্রিতরা খেলেন সুস্বাদু খাবার

আর হাতে কয়েকটা দিন, তারপরেই আবার বিয়ের মরশুম শুরু, তবে কে বলেছে যে এই বিয়ের মরশুমে শুধু মানুষেরই বিয়ে হয়? পোষ্য সারমেওদেরও কিন্তু হতে পারে। এমনটা ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। শনিবার উত্তরপ্রদেশের আলিগড়ে এই ধরনের অদ্ভুত বিয়ের আসর বসেছিল।

এই বিয়ে দেওয়া হল সাত মাস বয়সী পাত্রী পোষ্য জেলির সঙ্গে টমির। খবর সূত্রে জানা গেছে আলীগড়ের বাসিন্দা দীনেশ চৌধুরী যার একটি পোষা কুকুর রয়েছে নাম টমি, সুখরাভলীর প্রাক্তন পঞ্চায়েত প্রধান ছিলেন তিনি।

অন্যদিকে পাত্রী জেলি হল আটরৌলির টিকরি রায়পুরের ডক্টর রামপ্রসাদ সিংয়ের পোষ্য। ১৪ই জানুয়ারি এই বিয়ে দেওয়া হয় ঢোল বাদ্যের সঙ্গে মালা বদল করা হয়।

আরো খবর: ক্যা’ন্সা’র আ’ক্রা’ন্ত যুবতী সেলুনে গেলেন চুল কা’টা’তে, এরপর যা হলো, রইলো ভিডিও

আজব বিয়ের জমকালো শোভাযাত্রা ছিল, যারা কনে বাড়ির পক্ষ থেকে ছিল তারা টমির কপালে তিলক পরিয়ে দিয়েছিল। এমনকি টমির সঙ্গে বরযাত্রীর দলও এসেছিল। এখন গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে, বরযাত্রীদের শোভাযাত্রাই ভাইরাল হয়েছে।

এই বিয়েকে কেন্দ্র করে অতিথিদের বিভিন্ন রকমের খাবারও পরিবেশন করা হয়। এই বিয়ের অতিথি হিসেবে ছিল স্থানীয় সারমেওরা। দীনেশ বাবু জানিয়েছেন, এই বিয়েতে প্রায় ৪০ হাজার থেকে ৪৫ হাজার টাকা খরচ হয়েছে। শুধু তাই নয় এমনকি এখানে কনে বিদায়ের পর্বও ছিল।