সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার কি ত’বে পাকিস্তানে এয়ার স্ট্রাইক করার ক’থা চি’ন্তা করছে চীন?

পাকিস্তানের মাটিতে বারবার হামলার মুখে পড়তে হচ্ছে চীনের নাগরিকদের। গত 26 এপ্রিল করাচি বিশ্ববিদ্যালয় সামনে বিস্ফোরণের কারণে তিনজন চীনা নাগরিকসহ 4 জন নিহত হয়েছেন।

এমতাবস্থায় এই আত্মঘাতী বিস্ফোরণের পর আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে এবার কি তবে পাকিস্তানে এয়ারস্ট্রাইক চালাবে চীন? তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই ড্যামেজ কন্ট্রোলে’ নেমে পড়েছেন পাক প্রধানমন্ত্রী।

পাক প্রধানমন্ত্রী সরাসরি ইসলামাবাদে অবস্থিত চীনের দূতাবাসে চলে গিয়ে আশ্বাস দিয়ে জানিয়ে এসেছেন দুষ্কৃতীরা কাছে না পাওয়া পর্যন্ত তারা বিশ্রাম নেবেন না।

আরো পড়ুন: ভোজ্য তেলের দা’ম কতটা বা’ড়’বে? মে মাসে কতটা স্ট’ক আছে? যা বললো কেন্দ্র

এদিকে পাকিস্তানের মাটিতে বারবার চীনা নাগরিকদের উপর হামলা চালানোর ঘটনায় যথেষ্ট চাপের মুখে পড়েছে পাকিস্তান। এতে চীন এবং পাকিস্তানের অর্থনৈতিক করিডোর তৈরীর কাজে বড় ধাক্কা লাগতে পারে।

চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনিং করাচি বিশ্ববিদ্যালয়ে চীনের শিক্ষকদের নিশানা করার তীব্র নিন্দা করেছেন। তিনি এও বলেছেন চীন এবং পাকিস্তানের বন্ধুত্বে কেউ ফাটল ধরাতে পারবে না।

দুষ্কৃতীদের বিরুদ্ধে সবরকম ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এদিকে চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে জানানো হয়েছে বালুচ লিবারেশন আর্মি এর পেছনে রয়েছে।

আরো পড়ুন: পুতিনের দুই গো’প’ন পুত্র সন্তানের খোঁজ পাওয়া গে’লো

এই সংবাদমাধ্যমের এডিটর জানিয়েছেন পাকিস্তান সরকারের কাছ থেকে অনুমতি পেলে জঙ্গি ক্যাম্পে সরাসরি এয়ারস্ট্রাইক করা হলে চীনের মিলিটারিকে সমর্থন করবে গ্লোবাল টাইমস।

এই বার্তাকে অনেকেই চীনের হুঁশিয়ারি হিসেবে দেখছেন। চীন যেন সরাসরি পাকিস্তানকে বার্তা দিতে চাইছে পাকিস্তান না পারলে চীন জঙ্গিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে।