সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুধু ট্রান্সফার চাইলেই হ’বে না, স্টুডেন্টদের কথাও ভাবতে হবে, প্র’তি’ক্রি’য়া বিচারপতির

কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন যে, ছাত্রদের ক্ষতি করে শিক্ষকের সুবিধা তৈরি করা যাবে না । স্কুল বা এলাকা পছন্দ না হলে শিক্ষক-শিক্ষিকা বদলি চাইতেই পারেন, কিন্তু বদলি হবে কি না তা পুরোপুরি ছাত্রদের উপর নির্ভর করবে ।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বদলির আবেদনকারী এক শিক্ষককে তিনি বলেছেন, শিক্ষকদের যেমন বেতন-সহ অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার আছে, ছাত্রদেরও তেমনই উপযুক্ত শিক্ষার অধিকার রয়েছে। এই আদালত ওই পড়ুয়াদের জন্য অধিক চিন্তিত।

অনেকেই চেনা গণ্ডীর বাইরে শিক্ষক-শিক্ষিকার চাকরি পাওয়া অনেক ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা জানিয়ে বদলির আবেদন করে থাকেন। সম্প্রতি পুরুলিয়ার একটি প্রাথমিক স্কুল থেকে বদলি চেয়ে আদালতে মামলা করেছিলেন এক শিক্ষক। বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর আইনজীবীর কাছে জানতে চান।

আরো খবর: বিগ ব্রেকিং: কোর্টে বি’রা’ট ধা’ক্কা খেলেন অনুব্রত, এখন কি করবেন তৃণমূল নেতা?

ওই স্কুলে কত জন পড়ুয়া রয়েছে? জবাবে আইনজীবী জানান স্কুলটিতে ৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করেন। বিচারপতি এর পরই বলেন, এখন আগে ভাল করে ছাত্রদের পড়াতে বলুন।

আমি কোনও বদলির নির্দেশ দেব না। বিচারপতি বিশ্বজিৎ বসু বদলি মামলায় রাজ্যের স্কুলগুলিতে ছাত্র ও শিক্ষকের অনুপাত জানতে চেয়েছেন। আমিও এ ক্ষেত্রে তা-ই জানতে চাইছি।