সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভাসমান ৫ স্টার হোটেল, ৬৮ কোটির গঙ্গা বিলাস ক্রু’জে’র মা’লিক কে?

দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সূচনা করেছিলেন ভারতের এক ঐতিহ্যবাহী বিলাসবহুল যাত্রার। বারানসি থেকে সোজা ডিব্রুগড় ৫১ দিনের সফর। আর এই যাত্রা পথে ২৭ টি নদী পেরোতে হবে। যার নামকরণ করা হয়েছিল গঙ্গা বিলাস ক্রুজ। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলি এক যাত্রাতেই দেখে নিতে পারবেন ভ্রমণকারীরা।

ইতিমধ্যেই সব টিকিট বুকিং হয়ে গিয়েছে আর প্রথম যাত্রায় ৩৯ জনকে নিয়ে রওনা দেয় এই প্রমোদ তরী। এই যাত্রায় জন কিছু খরচ পড়বে কুড়ি থেকে ২৫ লক্ষ টাকা। সব সিটবুক মানে বুঝতেই পারছেন রীতিমত হুরোহুড়ি পড়ে গিয়েছে মানুষের মধ্যে।কেমন দেখতে এই প্রমোদ তরী তা জানবার জন্য সাধারণ মানুষের মধ্যে উৎসাহের শেষ নেই।

 

২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত বুকিং রয়েছে এই তরী। একদিকে যেমন ভারতীয় সংস্কৃতির দর্শন করা যাবে ঠিক তেমনি রাজকীয় নানান পরিবেশনা মিলবে এই যাত্রায়। এমন অনেক সুযোগ-সুবিধা পাওয়া যাবে যা সত্যিই রাজার মতন। এই ক্রুজের মালিক হলেন রাজ সিং। অন্তরা লাগজারি রিভার ক্রুজ কোম্পানি এটি তৈরি করেছে।

আরো খবর: ৩০ বছর পর কুম্ভে প্র’বে’শ করবে শনি, এই রাশি হ’বে মা’লা’মা’ল

একটি আলাপচারিতায় রাজ সিং জানিয়েছেন এর গোটা ব্যবস্থাপনায় রয়েছে একটি বেসরকারি সংস্থা। নৌ পরিবহন বন্দর এবং জল মন্ত্রক বিশেষভাবে সহায়তা করেছে। গত ১৫ বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত রাজ। এর আগেও বহু বিলাসবহুল ক্রুজ তৈরি করেছে তার কোম্পানি। বিভিন্ন অনুষ্ঠানে তাকে বক্তৃতা দেওয়ার জন্য ডাকা হয়।

তেমনি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সেখানে গিয়ে রাজ সিং এর সঙ্গে তার পরিচয় হয়। কথায় কথায় জল পর্যটনের ব্যাপ্তি বিস্তৃত করবার ব্যাপারে মন্ত্রী তাকে জানান। এই ক্রুজের ডিজাইনিং এবং অভ্যন্তরীণ শজ্জা তৈরি করেছেন ডঃ অনপূর্ণ গনিমালা। ভারতীয়দের ঐতিহ্যের কথা মাথায় রেখে উজ্জ্বল এবং হালকা রং ব্যবহার করা হয়েছে।। এছাড়া খোদাই করা হয়েছে নানান মন্দির এবং হিন্দু ধর্মের প্রতিচ্ছবি।