সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মেয়ে থেকে হয়েছেন ছেলে, এখন আবার মেয়েই হ’তে চা’ন ইনি

বিজ্ঞানের উন্নতির এই যুগে লিঙ্গ বদলানোটাও কোনও ব্যাপার নয়। চাইলেই যে কেউ নিজের পছন্দমত লিঙ্গ নিতে পারেন। তবে মিশিগানের একজন রূপান্তরকামী কার্যত বুঝতেই পারছেন না তিনি আদতে নারী হতে চান নাকি পুরুষ! মিশিগানের ডেট্রয়েটের বাসিন্দা ইশা ইসমাইল নারীদেহে জন্ম লাভ করেছিলেন। তবে তিনি নিজের নারীত্বকে অপছন্দ করতে শুরু করেন।

পাশাপাশি, হহরমোনের চিকিৎসাও শুরু করা হয়। পুরুষদেহে যে হরমোনের প্রভাব সবচেয়ে বেশি, সেই টেস্টোস্টেরন হরমোন নিয়মিত ভাবে নিতে শুরু করেন তিনি।

19 বছর বয়সে তিনি নিজেকে রূপান্তরকামী বলে ঘোষণা করেছিলেন। তখন থেকে কার্যত তিনি নিজেকে পুরুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা শুরু করেন। প্রথমে অস্ত্রোপচার করে নিজের শরীর থেকে স্তন বাদ দেন। তারপর নিজেকে সম্পূর্ণ একজন পুরুষ হিসেবে দেখার লোভে নিজের শরীরে টেস্টোস্টেরন হরমোন বাইরে থেকে প্রবেশ করাতে শুরু করেন। এর ফলে তার শরীর একজন পুরুষের শরীরে পরিণত হয়। সেই মুহূর্তগুলোকে ক্যামেরাতে বন্দি করে রেখেছেন তিনি।

মিশিগানের ডেট্রয়েটের বাসিন্দা ইশা ইসমাইল জন্মেছিলেন নারী হিসাবে। যদিও পরে নিজের শরীর এবং নারীত্বকে তিনি অপছন্দ করতে শুরু করেন।

টানা ছয় বছর পর তিনি এখন পুরোদস্তুর পুরুষ হয়ে উঠেছেন। কিন্তু এই শরীর এখন আর তার ভালো লাগছে না। একটা সময় ছিল যখন তিনি মেকআপ করতে ভালোবাসতেন। মেয়েদের মতই সাজগোজ করতে ভালোবাসতেন এবং সেই সময় তার একজন প্রেমিক ছিল। তিনি জানিয়েছেন ছোটবেলায় তার মধ্যে ছেলে ছেলে ভাব থাকলেও পরের দিকে তিনি একজন সাধারণ তরুণীতে পরিণত হয়েছিলেন। এখন আর তার এই পুরুষ শরীর ভালো লাগছে না।

ইশা এখন আবার সেই পুরনো দেহ ফিরে পেতে চান। তাই তিনি টেস্টোস্টেরন হরমোন নেওয়া বন্ধ করে দিয়েছেন। টেস্টোস্টেরন হরমোন নেওয়া বন্ধ করতেই তিনি নিজের মধ্যে পুরনো নারীকে একটু একটু করে ফিরে পাচ্ছেন। বর্তমানে তিনি দ্বিধাগ্রস্ত রূপান্তরকামীদের পথ দেখাতে চান। নিজের শরীর নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, তাদের সঠিক পথ দেখাতে চান।