সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শক্তি বা’ড়া’চ্ছে নিম্নচাপ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কখন থেকে দু’র্যো’গ?

নিম্নচাপের দাপট শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, যার কারণে উপকূলবর্তী জেলাগুলিতে দারুণ তাণ্ডব লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ওড়িশা রাজ্যের বিভিন্ন অংশে ভারী থেকে অতিভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই বন্যা ও ঝড়ের কথা জানিয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলোতে।

দফায় দফায় জারি করা হচ্ছে সতর্কবার্তা, এই সময়ে সমুদ্রে যেন কেউ না নামে। বিশেষ করে মৎস্যজীবীরা যাতে আর সমুদ্রযাত্রা না করে, সেই দিকেও নজর রাখা হচ্ছে। ট্রলারে করে পুলিশ প্রশাসন একের পর এক সতর্ক বার্তা করে চলেছে মৎসজীবী দের উদ্দেশ্যে।

আরো পড়ুন: SSKM হয়ে নিজাম প্যালেসে আসতেই হ’বে, অনুব্রতকে ক’ড়া নি’র্দে’শ CBI-র

আজ সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন, যার কারণে শহর জুড়ে ভ্যাপসা গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি। দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

চলতি সপ্তাহে দুই ২৪ পরগণা, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার সতর্কবার্তা অনেকটাই বেশী।

কারণ উপকূলের জেলা নজরদারীও বেশী। আগামী বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ রয়েছে। দক্ষিণবঙ্গে তেমন একটা প্রভাব না পড়লেও উড়িষ্যায় দারুন প্রভাব পড়তে চলেছে। তবে এই সুযোগে কিছুটা হলেও বৃষ্টির ঘাটতি কমতে পারে দক্ষিণবঙ্গে।।