সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মস্কোর আকাশে উড়তে দে’খা গেলো Doomsday Plane, বিশ্বকে হুঁ’শি’য়া’রি রাশিয়ার

বিগত দুই মাস ধরে রাশিয়া এবং ইউক্রেন সংঘর্ষে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশ্বে। আমেরিকা এবং ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলিকে এবার বড় সতর্কবার্তা দিল রাশিয়া।

ইউক্রেনের উপর ক্রমাগত ক্ষেপণাস্ত্র এবং বিধ্বংসী বোমা হামলা করে চলেছে রাশিয়া। আগামী নয় মে বার্ষিক বিজয় দিবসে বিশ্ব প্রলয়কারী বিমান আনতে চলেছে রাশিয়া। যা কার্যত আতঙ্ক তৈরি করেছে।

বার্ষিক বিজয় দিবসে রাশিয়া এমন একটি বিমান আনতে চলেছ যে বিমানকে কার্যত বিশ্ব প্রলয়কারী বিমান বলে মনে করা হয়। বিজয় দিবসের কুচকাওয়াজে এই বিমানটিকে অন্তর্ভুক্ত করা হবে।

আরো পড়ুন: কারোর থে’কে বিনামূল্যে এই ৫ জিনিস কখনো নে’বে’ন না! দারিদ্রতা পি’ছু ছা’ড়’বে না

এর অর্থ হলো বিশ্বকে সরাসরি সতর্ক করে দেওয়া। বিশ্বের কোনো দেশ যাতে ইউক্রেনের পাশে থাকতে না পারে তার জন্য এই সতর্কবার্তা। নইলে রাশিয়া যেনতেন প্রকারে তাদের ওপর প্রতিশোধ নেবে।

রাশিয়ার সবচেয়ে বিপদজনক স্ট্র্যাটেজিক ফাইটার জেট প্লেন পারমাণবিক যুদ্ধে শত্রুকে নির্মূল করার লক্ষ্যে তৈরি হয়েছে। আমেরিকাসহ বিশ্বের অনেক দেশ বিমানটিকে বিপদজনক বলে মনে করে।

বুধবার অনুষ্ঠিত মহড়াতে ধ্বংসাত্মক বিমানটিকে শহরের উপর দিয়ে উড়তে দেখা দিয়েছে। বর্তমানে জেড আকৃতি ইউক্রেনের বিরোধী রাশিয়া যুদ্ধের প্রতীক হয়ে উঠেছে। রাশিয়ার জাহাজ, ট্যাংক এবং অন্যান্য যানবাহনের এই প্রতীক রয়েছে।

আরো পড়ুন: ম’দ খে’য়ে বসলে স্টার্ট হবে না গাড়ি! দু’র্ঘ’ট’না থেকে বাঁ’চ’তে ন’য়া আবিষ্কার ভারতীয় ইঞ্জিনিয়ারের

এটা এখন রাশিয়ার সেনাবাহিনীর প্রতীক হয়ে উঠেছে। রাজধানী মস্কোর ছাড়াও রাশিয়ার 28 টি শহরের সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হতে চলেছে। প্রায় 65 হাজার সৈন্য 2400 ধরনের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম এর পাশাপাশি 467 ফাইটার প্লেন কুচকাওয়াজে অংশ নেবে।