সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সরকারি ব্যাংকের FD-তে প্র’চু’র সুদ বৃ’দ্ধি! গ্রাহকদের লা’ভ বাড়বে

এবার ব্যাংকের গ্রাহকদের জন্য ধারণার খবর, ২ কোটি টাকার নিচে স্থায়ী আমানত কিংবা ফিক্সড ডিপোজিট এর সুদের হার বাড়ালো ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। ১৭ ই এপ্রিল থেকে এই নতুন সুদের হার ইতিমধ্যেই চালু হয়ে গেছে। বর্তমানে ফিক্সড ডিপোজিটের ওপরেই মানুষ বেশী নির্ভর করছে।

আর সেই কারণেই এতে ভালো রিটার্নও দিচ্ছে ব্যাঙ্ক। এতে বিনিয়োগ করলে একজন গ্রাহক ভালো রিটার্ন পেয়ে থাকে।ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এর পক্ষ থেকে ৭ দিন থেকে ৫ বেলের ফিক্সড ডিপোজিটের ওপরে সুদের হার ধার্য করেছে 2.75 শতাংশ থেকে 5.75 শতাংশ।

এদিকে আবার ২০০ দিনের ফিক্সড ডিপোজিটের ওপরে সুদের হার সর্বোচ্চ ৭% করা হয়েছে। ইতিমধ্যেই এই সমস্ত সুদের হার দেওয়া হচ্ছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এর পক্ষ থেকে। কারণ গত ১৭ ই এপ্রিল থেকে এই সুদের হার ধার্য করা হয়েছে।

আরো খবর: আম্বানিদের পরিচারকদের বেতন ক’তো? সন্তানরা সব পড়াশোনা করে বিদেশি স্কুলে!

এখানেই শেষ নয়, 31 দিন থেকে 45 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের ওপরেও সুদের হার ধার্য করা হয়েছে ৩% এর মতো।

46 দিন থেকে 90 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের ওপরে সুদের হার ধার্য করা হয়েছে ৩.৫০%। 1 বছর থেকে 2 বছরের ফিক্সড ডিপোজিটের সুদের হার ধার্য করা হয়েছে ৬%।