সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কারোর থে’কে বিনামূল্যে এই ৫ জিনিস কখনো নে’বে’ন না! দারিদ্রতা পি’ছু ছা’ড়’বে না

জীবনে বিভিন্ন কারণে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। অনেক সময় আমাদের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভুলের কারণে অর্থনৈতিক সমস্যার। শাস্ত্রমতে অর্থনৈতিক সংকট এড়ানোর জন্য বেশ কিছু কাজ নিষিদ্ধ।

এমন বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো কখনোই বিনামূল্যে কারো থেকে নেওয়া উচিত নয়। তা না হলে এর অশুভ প্রভাবে জীবনে অর্থনৈতিক সংকট দেখা দেয়।

এর মধ্যে প্রথমেই রয়েছে রুমাল। শাস্ত্রমতে কারও থেকে রুমাল নিতে হলে অবশ্যই সামান্য মূল্য দিয়ে কিনে নেওয়া উচিত। বিনামূল্যের রুমাল নিলে পরস্পরের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে।

আরো পড়ুন: ম’দ খে’য়ে বসলে স্টার্ট হবে না গাড়ি! দু’র্ঘ’ট’না থেকে বাঁ’চ’তে ন’য়া আবিষ্কার ভারতীয় ইঞ্জিনিয়ারের

রুমাল কখনোই কাউকে উপহার হিসেবে দেওয়া উচিত নয়। কখনো কারো থেকে বিনামূল্যে সূঁচ নেওয়া উচিত নয়। এতে শনিদেব রুষ্ট হন। এছাড়াও রাহু ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

নুন কখনো কারো থেকে বিনামূল্যে নেওয়া উচিত নয়। নুন নেওয়ার সময় অবশ্যই কিছু মূল্য দিয়ে কিনে নেওয়া উচিত। বিনামূল্যে নুন নিলে শনিদেব রুষ্ট হন।

লোহাও কখনো কারো থেকে বিনামূল্যে নেওয়া উচিত নয়। এছাড়াও শনিবার কখনো লোহার তৈরি কোনো জিনিস কেনা উচিত নয়। কাউকে বিনামূল্যে তেল দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে জীবনে সমস্যা আসে। এতে পরস্পরের মধ্যে সম্পর্কে ফাটল দেখা দেয়।

কারো থেকে তেল নিলে কিংবা তেল দিলে ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকে। বিনামূল্যে কারোর থেকে তেল নিলে শনির কুদৃষ্টি পড়তে পারে। এতে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে।