সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মেট্রো চলাচলের সময়সূচি ব’দ’লে যা’চ্ছে কালীপুজোর দিন, জেনে নিন

কালী পূজা উপলক্ষে আগামী 4 ঠা নভেম্বর থেকে মেট্রো পরিষেবার সময়সূচী বদলে যাচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঐদিন বহু পুণ্যার্থী দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিতে যাবেন। তাদের কথা ভেবে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় ওই দিন কিন্তু ট্রেনের সংখ্যা কম থাকবে।

কালীপুজোর দিন পুণ্যার্থীদের জন্য কবি সুভাষ থেকে রাত দশটার সময় একটি বিশেষ আপ ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে। ট্রেনটি রাত এগারোটা বেজে তিন মিনিটে দক্ষিণেশ্বরে পৌঁছাবে। রাত সাড়ে নয়টায় কবি সুভাষ থেকে দিনের শেষ মেট্রো ছাড়া হয়। তবে কালীপূজা উপলক্ষে বিশেষ পরিষেবা চালু করেছে মেট্রো।

কালি পুজোতে অবশ্য অন্যান্য দিনের তুলনায় মেট্রো সংখ্যা কম থাকে। অন্যদিন যেখানে 265 মেট্রো চলে সেখানে কালীপুজোর দিন 215 টি মেট্রো চলবে। এরমধ্যে 108 টি গাড়ি আপ লাইনে চলবে। ডাউন লাইনে চলবে 107টি। সকালের দিকে অবশ্য মেট্রো পরিষেবাতে কোনো পরিবর্তন আনা হয়নি।

দমদম থেকে সকাল সাড়ে সাতটায় কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরগামী ট্রেন ছাড়বে। দমদম থেকে কবি সুভাষের দিকে শেষ মেট্রো ছাড়বে সাড়ে নটায়। মেট্রো পরিষেবা নিতে হলে সামাজিক দূরত্ব এবং তার সঙ্গে মাস্কের ব্যবহার করতে হবে।