সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভোটে দাঁ’ড়া’তে চেয়ে আবেদন জেহাদীদের, কিছু না বলেই অ’নু’ম’তি দি’য়ে দিলো ইমরান খানের সরকার

পাকিস্তানের নির্বাচন এবার লড়বেন জিহাদী সংগঠন তেহরিক ই লাবাইক পাকিস্তান। ইসলামাবাদ শান্তি চুক্তির নামে এই সংগঠনকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে। খোদ পাকিস্তান সরকার এই সংগঠনকে জঙ্গী তকমা দিয়েছিল। আর দেশের নির্বাচনী তাদেরই অংশ নেওয়ার সম্মতি দিল পাক সরকার। জানতে পারা গেছে, কিছুদিনের মধ্যেই কট্টরপন্থী ধর্মীয় সংগঠন বিএনপি’র প্রধান সহ হাজার দুয়েক সদস্যকে মুক্তি দেবে পাক সরকার। অন্যদিকে ইতিমধ্যেই জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে টিএলপি’র হাজারখানেক সদস্যকে।যার ফলে এই সংগঠন আরো শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

গতবছর স্কুলপড়ুয়াদের হযরত মুহাম্মদ এর কার্টুন চরিত্র দেখানো ফরাসি শিক্ষককে নিশংস ভাবে খুন করেছিল এক মুসলিম জঙ্গি। এই ঘটনার নিন্দা করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসলাম ধর্ম সম্পর্কে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন এবং তারপর থেকেই মুসলিম সম্প্রদায়ের এই ঘটনার প্রতিবাদ করে ইমানুয়েল কে ক্ষমা চাওয়ার কথা বলেন। বয়কট করার ডাক দেওয়া হয় ফ্রান্সের বিরুদ্ধে। সেই প্রতিবাদের আঁচড় গিয়ে পড়ে পাকিস্তানের উপরেও।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফরাসি রাষ্ট্রদূতকে দেশ থেকে বের করে দেওয়ার দাবি করে পাকিস্তানি হিংসাত্মক প্রতিবাদ দেখাচ্ছে তেহরিক-ই লাবাইক। বর্তমান সময়ে পাকিস্তানের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নিজেদের ওপর থেকে জঙ্গি আখ্যা তুলে নেওয়ার দাবি জানিয়েছে এই জঙ্গি সংগঠন। পাশাপাশি ফরাসি দূতের বহিষ্করণ তারা আর চাইবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।