সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাশিয়া-ইউক্রেন যু’দ্ধে ২০০ টির বেশি বো’মা নি’ষ্ক্রি’য় করেছে এই কুকুর, পদক দিলেন জেলেনস্কি

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ অভিযান এখনও চলছে, একেবারে দাতে দাঁত চেপে তারা লড়াই করে যাচ্ছে। রাশিয়ার দানবীয় সেনা বাহিনীর পাশে ইউক্রেনের সেনারা সংখ্যায় কম হলেও রীতিমত যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারা।

সম্প্রতি দেশ রক্ষার স্বার্থে অনেক সেনা প্রাণ দিয়েছে স্ব-ইচ্ছায়। শুধু কিন্তু মানুষ নিজেদের দেশ রক্ষা করছে এমনটা নয়, এর সাথে কুকুরও তাঁদের দেশ রক্ষার করে চলেছে। সম্প্রতি কুকুরের পুরস্কার প্রাপ্তি জেলেনস্কির হাত থেকে।

এটা তাঁর সাহসিকতার পুরষ্কার। কুকুরের নাম প্যাট্রন, মাত্র আড়াই বছরের এই কুকুর। এই কুকুরের অবদান আসলে কি? জানা গেছে যুদ্ধের সময় রাশিয়ার হামলা চালানো প্রায় ২০০ টি বিস্ফোরক উদ্ধার করেছে প্যাট্রন।

আরো পড়ুন: ডিগ্রি ছাড়াই প্রতি মা’সে ৩০ হাজার টা’কা বেতন, ব’ড়ো ঘোষণা কেন্দ্রের

যেখানে রাশিয়া ইউক্রেনের রক্ষক্ষয়ী যুধ অনবরত হয়ে চলেছে সেখানে সাদার ওপরে খয়েরি ছোপের কুকুর নিজের কাজ করে চলেছে।

মাইহেইলো ইলিভ প্যাট্রনের মালিক, এই ব্যাক্তি একসময় সেনাপদে যুক্ত ছিলেন, আর সেই কারণে নিজের কুকুরকে সেই পথেই চালনা করতে আগ্রহ দেখিয়েছে সে। তাঁর কুকুরের সাথে তাকেও পুরষ্কৃত করা হয়েছে।

সেই সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠান বিতরণী অনুষ্ঠানে জেলেনস্কি জানিয়েছেন, আমাদের এই লড়াই সংগবদ্ধভাবে। আমরা সবাই মিলে নিজেদের স্বার্থে দেশের রক্ষা করে চলেছি।

আরো পড়ুন: এই App গু’লো থেকে মোবাইল রিচার্জ করলে গু’চ্ছে’র কাশব্যাক পাওয়া যা’চ্ছে!

আজ আমাদের দেশের যেসব বীরেরা বিভিন্ন ভাবে বোমা নিষ্ক্রিয় করে চলেছে তাঁদের সম্মান জানানো হচ্ছে। এই প্যাট্রন ছোট্ট একটি কুকুর সেও তাঁর অবদান রেখেছে দেশের স্বার্থে।

তাছাড়া বোমা নিষ্ক্রিয় করা ছাড়াও প্যাট্রন শেখায় কিভাবে বোমা রাখা এলাকা দিয়ে কিভাবে চলতে হবে। ইতিমধ্যেই প্যাট্রনের এই কাজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ভিডিওর মাধ্যমে।