Home টেক নিউজ এই App গু’লো থেকে মোবাইল রিচার্জ করলে গু’চ্ছে’র কাশব্যাক পাওয়া যা’চ্ছে!

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই App গু’লো থেকে মোবাইল রিচার্জ করলে গু’চ্ছে’র কাশব্যাক পাওয়া যা’চ্ছে!

মোবাইল রিচার্জ করলেই পেয়ে যাবেন এক গুচ্ছ ক্যাশব্যাক। এমনটাই তো শোনা যায় আজকাল বিভিন্ন অ্যাপ্লিকেশনে। মানুষ এখন বাড়িতে বসে অনলাইনেই টাকা ট্রান্সফার করতে বেশী স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে।

ব্যাঙ্কে লাইন দিয়ে টাকা তোলা ও টাকা জমা দেওয়ার দিন শেষ। হাতের মুঠোয় ফোনেই সব কাজ হয়ে যায়। রিচার্জ ঠিক সময়ে করার জন্য আমরা বিভিন্ন অ্যাপলিকেশন ব্যবহার করে থাকি। দোকানে গিয়ে রিচার্জ করার সময় এখন কারও নেই।

তাই নিজের মোবাইল থেকেই সবাই রিচার্জ সেড়ে নেয়। কিন্তু এই সময়ের সাথে তালে তাল মিলিয়ে চলতে অনেকের অসুবিধা হয়। অনেকেই বাড়িতে বসে রিচার্জ করতে পারে না। কিন্তু এবার সেটাই জেনে নেওয়া যাক।

আরো পড়ুন: মুসলিমদের মধ্যে ক’মে’ছে সন্তান নেওয়ার প্র’ব’ণ’তা, বলছে কেন্দ্রের সমীক্ষা

অনলাইন রিচার্জ করার জন্য অনেক ধরনের অ্যাপলিকেশন রয়েছে। যার মধ্যে পেটি এম, ফোন পে, জি পে অন্যতম।এখন আবার খুবই জনপ্রিয় হয়ে উঠেছে অ্যামাজন পে, ও জিও পে।

এই সব আপের মাধ্যমে যদি আপনি রিচার্জ করান তাহলে স্ক্র্যাচ কার্ড পাওয়া যায়। তাছাড়া থাকে অনেক অফার। মোবাইল রিচার্জ, ডিটি এইচ রিচার্জ, ইলেকট্রিক বিল, গ্যাসের পেমেন্ট সব কিছুই এর মাধ্যমে করতে পারবেন ও কমে করতে পারবেন।

ফোন পে হোক, কিংবা পে টি এম, গুগুল পে এই সব ধরনের অ্যাপলিকেশন দারুণ ভাবে সুরক্ষিত। আপনি নিঋদিষ্ট পিন ব্যবহার করে রিচার্জ করতে পারবেন।

তবে তাঁর জন্য আপনাকে ভিম অ্যাপলিকেশনের মাধ্যমে ইউ পি আই পিন তৈরী করে নিতে হবে। এই সব পিন কাউকে শেয়ার করা উচিৎ নয়। কারন এই পিন যদি কেউ জানে তাহলে আপনার একাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে অনায়াসে।