সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাজারে আ’স’ছে Royal Enfield 450, নতুন কি কি থাকছে বাইকে?

মধ্যবিত্ত হোক কি উচ্চবিত্ত প্রতিটা বাইক প্রেরয়েছে স্বপ্ন রয়াল এনফিল্ড। এরকম অনেক মানুষকেই দেখা যায় বছরের পর বছর টাকা জমিয়ে হলেও তারা একটা রয়াল এনফিল্ড কিনে তবেই ছাড়েন। আর যারা এরকম কিছু মানুষ রয়েছেন বা নতুন কোনো রয়াল এনফিল্ড কিনবেন ভাবছেন তাদের জন্য রয়েছে বিশেষ সুখবর। বর্তমানে বাজারে থাকা Royal Enfield Himalayan ৪১১-এর একটি আপডেটেড ভার্সন, Royal Enfiled Himalayan 450 লঞ্চ করতে চলেছে এই সংস্থা।

ভারতের বাজারে এই সেগমেন্টের বেশ কয়েকটি বাইক রয়েছে। যেটা রীতিমত কেটিএম ৩৯০ এর সাথে টক্কর দিতে চলেছে বলে মনে করা হচ্ছে। তবে শুধু হিমালয়ান ৪৫০ নয় Royal Enfield Super Meteor 650, Shotgun 650 ও দেশের অত্যন্ত জনপ্রিয় বাইক, Royal Enfield Bullet 350 এই বাইক গুলোও লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়িই।

আসুন জেনে নেওয়া যাক এই বাইকের কিছু বিশেষত্ব। মূলত কিছু কস্মেটিক পরিবর্তন করা হতে চলেছে এই বাইকে। নতুন এই বাইকের ফুয়েল ট্যাঙ্কের ডিজাইন ও তার ধারণ ক্ষমতাতে বেশ কিছু পরিবর্তন আনা হতে পারে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও Royal Enfield Himalayan 411-এর মতোই কিছুটা দেখতে এই নতুন বাইকটি। তবে একই রকম দেখতে হলেও নতুন এই বাইকে আনা হচ্ছে বেশ কিছু পরিবর্তন।

আরো পড়ুন: রাষ্ট্রপতি হ’তে চে’য়ে সুপ্রিম কোর্টের দ্বা’র’স্থ পরিবেশবিদ, যা বললেন বিচারপতিরা

জানা যাচ্ছে, একটি সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্ম K1-এর উপর ভিত্তি করেই এই বাইকটি লঞ্চ করা হবে। এছাড়াও এই নতুন বাইকে থাকবে একটি ৪৫০ সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন। ইঞ্জিনটি থেকে আপনি পেয়ে যাবেন 45 BHP-র পাওয়ার। এছাড়াও রয়েছে সেন্টার সেট পেগ, সিঙ্গেল সিট ও ফ্ল্যাট হ্যান্ডেলবার।

এই বাইকের সামনে ২১ ইঞ্চের ও পিছনে ১৭ ইঞ্চের চাকাও প্রদান করা হতে পারে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও, এই বাইকে স্পোক হুইলের পাশাপাশি টিউব লেস টায়ারও প্রদান করা হতে পারে। এছাড়াও Himalayan 411-র তুলনায় নতুন এই বাইকটির ওজন কিছু হালকা করা হতে পারে সংস্থার তরফে। এবার আসুন দেখে কত দাম রয়েছে এই বাইকটির। এই নতুন বাইকটির দাম আগের তুলনায় একটু বেশি থাকছে। খুব সম্ভবত ভারতের বাজারে এই বাইকটির সম্ভাব্য মূল্য হতে চলেছে প্রায় ৩ লাখ টাকা।