সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তরবঙ্গগামী একাধিক ট্রেনের রুট ব’দ’ল, বা’তি’ল ট্রেনের তা’লি’কা দেখে নিন

গত বছর শেষ হতে হতেই শুরু হয়ে গিয়েছে ভারতের সবচেয়ে দ্রুততম এক্সপ্রেস ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। অনেকেই এর মধ্যেই এই এক্সপ্রেসে চরার জন্য টিকিট বুকিং করেও ফেলেছেন। জানা যাচ্ছে শিলিগুড়ি অব্দি যাবে এই বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু সম্প্রতি নিউ জলপাইগুড়ি স্টেশনে নন ইন্টারলকিঙের কাজ চলার জন্য বাতিল করা হচ্ছে একাধিক ট্রেন। কোনও কোনও ক্ষেত্রে ট্রেন গুলির শেষ স্টেশন বদলে করে দেওয়া হচ্ছে শিলিগুড়ি।

জেনে নিন, বাতিল ট্রেনের তালিকা। বদলে যাওয়া রুটের কথাও জানুন। এছাড়াও রেল সূত্র মারফত জানা যাচ্ছে, আজ ৪ জানুয়ারি থেকে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত তিন দিন ধরে নিউ জলপাইগুড়ি স্টেশনে চলবে নন-ইন্টারলকিং-এর কাজ। তার কারণেই এই ট্রেনগুলো বাতিল করা হচ্ছে। তাই আসুন জেনে নেওয়া যাক কোন ট্রেন গুলি কখন চলবে এই কদিনে।

১৫৭০৯/১৫৭১০ মালদহ টাউন-জলপাইগুড়ি

১২৩৬৩ কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস

১২০৪২/১২০৪১ নিউ জলপাইগুড়ি-হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস

১৫৭২২/১৫৭২১ নিউ জলপাইগুড়ি-দিঘা এক্সপ্রেস

আরো খবর: ১৪৩ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার বা’তি’ল হলো চাকরি, বেতন ব’ন্ধে’র নি’র্দে’শ বিচারপতির

২২৬১১ চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসের যাত্রাপথ শেষ করে দেওয়া হবে শিলিগুড়ি স্টেশনে। ১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস এবং ১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস আলুয়াবাড়ি রোড-বাগডোগরা-শিলিগুড়ি রুট ঘুরে গন্তব্যে পৌঁছবে। এছাড়া, একাধিক ট্রেনেরও রুট বদল হবে।

যেমন, ১২৩৭৭ শিয়ালদা–নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস এবং এই এক্সপ্রেসের ডাউন। এই ট্রেনটি আলুয়াবাড়ি রোড– বাগডোগরা এবং শিলিগুড়ি হয়ে যাতায়াত করবে। এই ট্রেন দুটি নিউ জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি রোড স্টেশনে দাঁড়াবে না। এছাড়া, ১৩১৭৩ শিয়ালদা–আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ।

এই ট্রেনটিও আলুয়াবাড়ি রোড, বাগডোগরা, শিলিগুড়ি দিয়ে যাতায়াত করবে। ১৫৯৬২ ডিব্রুগড়– হাওড়া কামরূপএক্সপ্রেস একই রুট হয়ে যাতায়াত করবে। পাশাপাশি ১৩১৪২ নিউ আলিপুরদুয়ার–শিয়ালদা তিস্তা এক্সপ্রেসের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। ট্রেনটি আগামী ৬ জনুয়ারি বিকেল ৪.১০ টার পরিবর্তে বেলা ১২:১০ মিনিটে ছাড়বে।

এবার জানা যাক কোন ট্রেনগুলো একেবারেই চলবে না। জানা যাচ্ছে ১৫৭০৯/১৫৭১০ মালদা টাউন–নিউ জলপাইগুড়ি আপ-ডাউন এক্সপ্রেস১২৩৬৩ কলকাতা–হলদিবাড়ি এক্সপ্রেস আপ-ডাউন১২০৪২/১২০৪১ আপ-ডাউন নিউ জলপাইগুড়ি–হাওড়া শতাব্দী এক্সপ্রেস১৫৭২২ নিউ জলপাইগুড়ি– দিঘা এক্সপ্রেস এবং আপ দিঘা–নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস বাতিল থাকবে।

এর পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ২২৬১১ চেন্নাই সেন্ট্রাল–নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, ২২৬১২ নিউ জলপাইগুড়ি–চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস। এই ট্রেন নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ি স্টেশনে দাঁড়াবে না। তবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু থাকবে।

আজ বুধবার এই ট্রেন না চললেও বৃহস্পতিবার এই ট্রেন চালু থাকবে বলেই জানা যাচ্ছে। শুক্রবারও এই ট্রেন চলবে তবে নিউ জলপাইগুড়ি স্টেশনের ইন্টার লকিং কাজ হওয়ার জন্য জলপাইগুড়ি স্টেশনের বদলে শিলিগুড়ি জংশন স্টেশনে এই এক্সপ্রেস দাঁড়াবে।