সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অনুরোধ-কান্নাকাটি-ঝ’গ’ড়া করেও বিমানে উ’ঠ’তে পারলেন না ঋতুপর্ণা, জানুন কারণ

বিমান কর্তৃপক্ষের গাফিলতির জন্য এবার মুখ খুললেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শুটিংয়ে জন‌্য আমেদাবাদ যাওয়ার সময়ে তাকে সমস্যার মধ্যে পড়তে হলো।

শুটিংয়ের জন্য আমেদাবাদ পৌঁছানো অত্যন্ত জরুরি ছিল এই কারণেই বহুবার বিমান কর্তৃপক্ষকে তিনি অনুরোধ করেছিলেন কিন্তু অবশেষে কোন কাজই হয়নি।

অভিনেত্রী জানান, সকালে তার ফ্লাইট ছিল, বোর্ডিং এর সময় ছিল ভোর ৪.৫৫ কিন্তু অন্যদিকে অভিনেত্রীর পৌঁছায় ৫.১২ মিনিটে, বহুক্ষণ ধরে বিমান কর্তৃপক্ষ অনুরোধ করা সত্ত্বেও বিমান কর্তৃপক্ষ ফ্লাইটে চড়তে দিলেন না অভিনেত্রীকে।

আরো পড়ুন: কোন বয়সে ক’তো ঘন্টা ঘুমের প্রয়োজন? অবশ্যই জে’নে নিন

অভিনেত্রী জানান, তিনি ৫.১০ থেকে ৫.১২ এর মধ্যে পৌঁছেছিলেন, সেই মুহূর্তেই বোডিং বন্ধ হয়ে গিয়েছে বলে তাকে জানানো হয় এবং বিমান কর্তৃপক্ষ থেকে জানানো হয়, তার নাম ডাকা হয়েছিল,তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল।

অন্যদিকে অভিনেত্রী জানান, তার কাছে বিমান কর্তৃপক্ষ তরফ থেকে কোনো রকমে ফোন যায়নি। তিনি জানান, তিনি যদি শুটিংয়ের না পৌঁছান তবে বড় সমস্যা হবে, শুটিং বন্ধ হয়ে যাবে।

এই জন্যই তিনি বিমান কর্তৃপক্ষকে অনেক বার অনুরোধ করেছিলেন বিমানে যেতে দেওয়ার জন্য। প্রায় ৪০ মিনিট ধরে তিনি বিমান কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন কিন্তু কেউই কোনো সমস্যা সমাধান করে নি, পরে বিমানে তিনি না যেতে পারায় কেঁদেও দিয়েছিলেন।

আরো পড়ুন: এই কুঁড়েঘরে না আ’ছে বিদ্যুৎ না আ’ছে জলের ব্যবস্থা, তাও দা’ম উঠেছে ২ কোটি টা’কা

অভিনেত্রী আরো জানান, যখন বিমান কর্তৃপক্ষকে তিনিও আবেদন করে চলেছিলেন সেই সময় বিমানটি দাঁড়িয়েছিল, এমনকি বিমানে ওঠার সিঁড়িটিও তখনও বন্ধ হয়ে যায়নি।

শুধু মাত্র ৫০ পা দূরে ছিলেন তিনি এবং সমস্ত বিষয় দেখতে পাচ্ছিলেন অথচ তাকে কিছুতেই বিমানে যেতে দেওয়া হচ্ছিল না। তিনি আরো জানান যে এইরকম সংস্থার বিমানে আগেও তিনি অনেকবারই যাতায়াত করেছেন কিন্তু কোন রকম সমস্যা এতদিন পর্যন্ত তার হয়নি।