সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নেতাজী যো’গ্য সন্মান পাননি, তাঁর সাথে অ’ন্যা’য় হয়েছে: অমিত শাহ

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের রস দ্বীপের নাম নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য রাখতে গিয়ে বলেন, স্বাধীনতা সংগ্রামের জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস আজীবন সংগ্রাম করে গিয়েছেন। তবে তাকে তার যোগ্য সম্মান দেওয়া হয়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই নেতাজিকে নিয়ে তৎপর হয়েছিল কেন্দ্র সরকার। তবে সেই সময়ে কেন্দ্রের এই উদ্যোগকে ভোটের চমক হিসেবেই দাবি করেছিল বিরোধীরা। তবে নেতাজি প্রসঙ্গে এমন উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়ে কার্যত তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বক্তব্য রাখার সময় সাধারণের কাছে আন্দামান-নিকোবর ঘুরতে যাওয়ার অনুরোধ রেখেছেন। একইসঙ্গে তিনি বলেন এই বছর কেন্দ্র নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মবার্ষিকী পালন করছে। আজাদীকা অমৃত মহোৎসব পালন করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, নেতাজির সঙ্গে অন্যায় হয়েছে। ইতিহাসে তার যে জায়গা পাওয়া উচিত তাকে সেই জায়গা দেওয়া হয়নি।

বহু স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আসল স্থান দেওয়ার সময় এসে গিয়েছে। সেই উদ্দেশ্যে দ্বীপের নতুন নামকরণ করা হচ্ছে নেতাজির নামে। একইসঙ্গে সাভারকার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সাভারকার কে দেশের মানুষেরা বীর উপাধি দেন। তার কাছ থেকে এই সম্মান ছিনিয়ে নিতে পারবেন না কেউ। একই সঙ্গে তিনি বলেন ভারতে সংহতি ফিরিয়ে আনার ক্ষেত্রে একমাত্র উপায় সর্বধর্ম সমন্বয়। নেতাজির আজাধীন ফৌজ এর কেউ হিন্দু ছিলেন না, শিখ ছিলেন না, মুসলিম ছিলেন না। তারা সবাই ছিলেন ভারতীয়। এই ধারা বজায় রাখতে না পারলে ভারত টুকরো টুকরো হয়ে যেত।