সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই কুঁড়েঘরে না আ’ছে বিদ্যুৎ না আ’ছে জলের ব্যবস্থা, তাও দা’ম উঠেছে ২ কোটি টা’কা

দামী গাড়ি কিংবা দামী বাড়ি এই নিয়ে অনেকের শখ রয়েছে, অনেকে কোটি কোটি টাকা দিয়ে সে সব কিনেও থাকে। তবে একটি কুড়ে ঘরের দাম কোটি টাকা কিভাবে? যেখানে নেই কোনো সুবিধা, নেই জলের ব্যবস্থা, নেই বিদ্যুৎ।

তাও এত দাম কেন সেই চিনের চালের কুঁড়েঘরের? সম্প্রতি সেই কুঁড়েঘরের ছবি ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। যার দাম শুনে চোখ কপালে উঠেছে সবার। সমুদ্র তীরে একাই দাঁড়িয়ে আছে কুঁড়েঘরটি।

আসলে সমুদ্র তীরে, নির্জন এলাকায় প্রকৃতির কোলে রয়েছে কুঁড়েঘরটি, যার জুড়ি মেলা ভার। ঠিক সেই কারণে নির্মাতারা মনে করে এই কুঁড়েঘরের দাম এতটা বেশী।

আরো পড়ুন: কোন বয়সে ক’তো ঘন্টা ঘুমের প্রয়োজন? অবশ্যই জে’নে নিন

এই কুঁড়েঘরে নেই কোনো পানীয় জলের ব্যবস্থা, নেই কোনো আলোর ব্যবস্থা, চারদিকে সমুদ্রের অপরুপ সৌন্দর্যয়ের মধ্যে ঠায় দাঁড়িয়ে। আসলে পর্যটকদের জন্য দারুণ একটি জায়গা।

যেখানে ১-২ দিন ঢু মারাই যায়। আর বিশেষ করে যারা প্রকৃতি প্রেমী রয়েছে তাঁদের জন্য একেবারে পারফেক্ট জায়গা। সুদূর ব্রিটেনের লন্ডন (London) শহরের অদূরে নর্থ ওয়েলসের গুইনে সমুদ্রসৈকতে তৈরি করা হয়েছে এই কুঁড়েঘরটি।

মোট কথা আধুনিকতার ছাপ না থেকেও প্রকৃতির কোলে দাঁড়িয়ে থাকাটাই এর মূল্য নির্ধারণ করে দিচ্ছে।কুঁড়েঘরে তেমন কোনো ব্যবস্থা নেই। কিন্তু সমুদ্রের মায়ায় পরবে যে কেউ। অর্থাৎ ২ কোটি টাকা দিয়ে প্রকৃতির মাঝে বিলীন হয়ে যেতে চাইলে আর দেরি করবেন না।