সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়িতে সারাবছরই রাখুন গণেশ মূ’র্তি, কিন্তু স্থাপন করার আগে এই বি’ষ’য়ে নজর দিন

আনন্দ ও সমৃদ্ধির প্রতীক বলে মানা হয় গণেশ ঠাকুরের মূর্তিকে। তাই ঘরের সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে হোক কিংবা বাস্তুশাস্ত্র মেনে অনেকেই ঘরে গণেশের মূর্তি রাখতে পছন্দ করেন। তবে জানেন কি সঠিক নিয়ম না মেনে যেখানে সেখানে গণেশের মূর্তি রেখে দেন তাহলে এতে কিন্তু সংসারে অমঙ্গল আসতে পারে? আজ জেনে নিন বাস্তুশাস্ত্র মতে বাড়ির কোথায় কোথায় গণেশের মূর্তি রাখা অমঙ্গলজনক হতে পারে।

শোয়ার ঘরে গণেশের মূর্তি রাখা যাবে না। কারণ এতে দাম্পত্যজীবনে অশান্তির সম্ভাবনা বেড়ে যাবে। শোয়ার ঘরের দেওয়ালে গণেশের মূর্তি টাঙিয়ে রাখাও যাবে না। নৃত্যরত গণেশের মূর্তিও ঘরে রাখা ঠিক নয়। এমন মূর্তি কখনো কাউকে উপহার দেওয়া উচিত নয়। কারন তোর অত গণেশের মূর্তি বাড়িতে রাখলে সেই ব্যক্তির জীবনে বিপর্যয় নেমে আসতে পারে।

মেয়ের বিয়েতে গণেশের মূর্তি উপহার দেওয়া ঠিক নয়। কারণ মেয়েদের বাড়ির লক্ষ্মী বলে মনে করা হয়। কাজেই মেয়ে বিদায়ের সঙ্গে সঙ্গে লক্ষীর পাশাপাশি গণেশ যদি সংসার ছেড়ে চলে যায় তাহলে সংসারের সুখ সমৃদ্ধি নষ্ট হয়। গণেশের মূর্তি কেনার সময় সর্বদায় খেয়াল রাখতে হবে গণেশের মুখ যেন বামদিকে বা দক্ষিণমুখী থাকে। দক্ষিণমুখী গণেশ সংসারে পক্ষে মঙ্গলজনক বলে মানা হয় বাস্তুশাস্ত্রে।

যদি নবদম্পতিকে গণেশের মূর্তি উপহার দিতে হয় তাহলে বাল গণেশের মূর্তি উপহার দেওয়া উচিত। এতে নবদম্পতির সন্তান ভাগ্য ভালো হয় বলে মানা হয়। জীবনে যদি সৌভাগ্য আনতে হয় তাহলে বাড়িতে রাখুন সিঁদুর স্বরূপ গণেশ। এই গণেশে সিঁদুরের মত আভা থাকে। তাই লাল রংয়ের গণেশ বাড়িতে রাখা ভালো।