সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাথায় হা’ত সকলের, আ’গু’ন বাজারে ব্যাপক হা’রে দা’ম বা’ড়’লো চালের

করোনা মহামারী পরিস্থিতিতে দাম চড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর। একদিকে লকডাউনের প্রভাবে বিপর্যস্ত জীবিকা। বন্ধ রয়েছে পর্যটন কেন্দ্র, রেস্তোরাঁ পানশালার গ্রাহক থেকে শুরু করে ট্রেন এবং বাসের যাত্রী সংখ্যাও কমে এসেছে। যার ফলে ব্যবসা বিপর্যস্ত। এবার ফের দাম বাড়লো নিত্য প্রয়োজনীয় সামগ্রীর। বিশেষত চালের দাম বৃদ্ধিতে সাধারণের মাথায় হাত।

গত কয়েক মাসে চালের দাম অনেকটাই বেড়েছে। মিনিকেট চালের দাম 1 মাস আগে ছিল 34 থেকে 35 টাকা প্রতি কেজি। এখন টা 45 টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। বাঁশকাঠি চালের দাম ছিল 42 থেকে 45 টাকা কেজি। এখন তা বেড়ে হয়েছে 50 টাকা। দুধের সর চাল 42-45 টাকা দরে বিক্রি হচ্ছিল। বর্তমানে তার দাম 50 থেকে 52 টাকা।

বাসমতি চালের দাম যেখানে ছিল 55 থেকে 65 টাকা কেজি, এখন তার দাম বেড়ে হয়েছে 65 থেকে 75 টাকা। 75 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল গোবিন্দভোগ। বর্তমানে তার দাম 90 থেকে 100 টাকা। চালের পাশাপাশি সবজি এবং মাছের দামও বেড়েছে। এদিকে এ রাজ্যের বাসিন্দাদের মধ্যে বেশিরভাগই দুবেলা ভাত খান। চালের দাম বেড়ে যাওয়াতে আশঙ্কা দানা বেঁধেছে তাদের মধ্যে।

যদিও চারের ব্যবসায়ীরা অবশ্য জানাচ্ছেন মিনিকেট চালের দাম সবথেকে বেশি বেড়েছে। বাংলাদেশে বেশি পরিমাণে চাল রপ্তানি হচ্ছে। ভিন রাজ্য থেকে চালের চাহিদা প্রচুর। সেই চাহিদা মতো যোগান দিতে গিয়ে এই রাজ্যে চালের দাম বেড়ে যাচ্ছে। আগামী কয়েক মাস চালের দাম কমবে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।