সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের শ’ক্তি’শা’লী দেশের তা’লি’কা প্রকাশ, ভারত-পাকিস্তান ও চীনের অবস্থান দেখে নিন

বর্তমানে যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ইউক্রেন, তাতে করে আরও একবার প্রমাণিত হয়ে গেল যদি আপনি সামরিক দিক থেকে শক্তিশালী না হয় তাহলে যে কোনো সময় প্রতিবেশী দেশ আপনার ওপর আক্রমণ করতে পারে। কিছুদিন আগেই চীনএমন ভাবেই ভারতের উপর আক্রমণ করেছিল।

পাকিস্তান সমানে এই ব্যাপারে মদত দিয়ে চলেছে চীনকে। কিন্তু ভারতবর্ষের সামরিক শক্তি এতটাই শক্তিশালী যে কোনভাবেই পাকিস্তান ভারতের সামনে দাঁড়াতে পারবেনা।

একটি দেশের সামরিক শক্তি হল নৌসেনা,স্থল সেনা ও বায়ু সেনা। যে দেশের এই তিনটি সেনা যত শক্তিশালী এবং মজবুত হবে, সেই দেশ কত শক্তিশালী হবে। সামরিক শক্তি যদি দুর্বল হয় তাহলে পরিস্থিতি যে কতখানি ভয়ঙ্কর হতে পারে তা আমরা এখন প্রতিপদে বুঝতে পারছি।

প্রতিবছর বিশ্বের শক্তিশালী দেশের তালিকা প্রকাশ করা হয় তাতে জানতে পারা যায় কোন দেশ সামরিক দিক থেকে কতখানি শক্তিশালী এবং সংরক্ষিত রয়েছে। সম্প্রতি আরও একবার শক্তিশালী দেশ গুলির তালিকা প্রকাশ করা হলো এক নজরে দেখে নেওয়া যাক।

আরো পড়ুন: ম’দ্য’প অবস্থায় ধ’রা পড়লেও জেল হ’বে না, এই শর্ত মানলেই চ’ল’বে!

মার্কিন যুক্তরাষ্ট্র: স্বাভাবিকভাবেই এই তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই দেশে প্রায় 33,26,39,102 জয়ন বসবাস করেন। এবং এখানে জনশক্তি রয়েছে 14,63,61,205 জন। পরিষেবার (Service) জন্য রয়েছে 12,14,79,800 জন। মার্কিন যুক্তরাষ্ট্রের মোট স্টেট সামরিক কর্মী রয়েছে 22,45,500 জন। যার মধ্যে সক্রিয় সামরিক কর্মী 14,00,000 এবং রিজাভ কর্মী 4,45,000 জন।

রাশিয়া: এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। রাশিয়ার সামরিক শক্তি যে কতখানি শক্তিশালী তা বর্তমানে আমরা খুব ভালভাবেই বুঝতে পারছি।রাশিয়ার মোট জনসংখ্যা 14,17,22, 205 জন যার মধ্যে পরিষেবা প্রদানের জন্য রয়েছে 4,65,27,400 জন এবং জনশক্তি রয়েছে 6,94,43,880 জন। রাশিয়াতে মোট সক্রিয় কর্মী 35,69,000 জন এবং রিজার্ভ সামরিক কর্মী 20,00,000 জন।

চীন: এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারতের প্রতিবেশী দেশ চীন।চীনের মোট জনসংখ্যা হল 1,39,40,15,977 জন। যার মধ্যে সক্রিয় কর্মী 2,18,5000 জন এবং রিজার্ভ সামরিক কর্মী 5,10,000 জন।

ভারত: চতুর্থ স্থানে রয়েছে আমাদের ভারত বর্ষ।ভারতের মোট জনসংখ্যা 1,32,60,93,247 জন। যার মধ্যে সক্রিয় সামরিক কর্মী রয়েছেন 1,44,5000 জন এবং রিজার্ভ সামরিক কর্মী রয়েছেন 1,155,000 জন।

জাপান : পঞ্চম স্থান অধিকার করে রয়েছে জাপান।জাপানের মোট জনসংখ্যা 12,55,07,472 জন। জাপানে মোট 2,50,000 সামরিক, 14,000 আধা সামরিক এবং রিজার্ভ সামরিক কর্মী রয়েছেন 55,000 জন।

দক্ষিণ কোরিয়া: এই তালিকায় পরবর্তী নাম দক্ষিণ কোরিয়ার। এই দেশের মোট জনসংখ্যা 5,18,35,110 জন। মোট 6,00,000 জন সামরিক, 3,10,000 জন আধাসামরিক ও রিজার্ভ সামরিক কর্মী রয়েছেন 3,10,000 জন।

আরো পড়ুন: আজই যেভাবে হো’ক কিভ শহর ছাড়ুন, ভারতীয়দের অ্যা’লা’র্ট করলো নয়াদিল্লি

ফ্রান্স: পরবর্তী নাম রয়েছে ফ্রান্সের।দেশের মোট জনসংখ্যা 6,78,48,156 জন। দেশে 2,70,000 জন সক্রিয় 1,45,000 জন আধা সামরিক এবং রিজার্ভ সামরিক কর্মী রয়েছেন 35,000 জন।

ব্রিটেন: অষ্টম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।দেশের সক্রিয় সামরিক কর্মী 1,95,000 ও রিজার্ভ সামরিক কর্মী রয়েছেন 80,000 জন।

পাকিস্তান: চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের নাম রয়েছে নবম স্থানে।পাকিস্তানের মোট জনসংখ্যা 22,35,00,636 জন। পাকিস্তানে 6,54,000 সক্রিয় এবং রিজার্ভ সামরিক কর্মী রয়েছেন 5,50,000 জন।

ব্রাজিল: ব্রাজিলের মোট জনসংখ্যা 21,17,15,973 জন ও ব্রাজিলে 3,34,500 জন সক্রিয় ও 13,40,000 রিজার্ভ সামরিক কর্মী রয়েছেন।