সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ম’দ্য’প অবস্থায় ধ’রা পড়লেও জেল হ’বে না, এই শর্ত মানলেই চ’ল’বে!

২০১৬ সালে বিহারে মদ বিক্রি নিষিদ্ধ হয়েছে৷ কিন্তু তারপরেও মদের চোরাগোপ্তা বিক্রি বা পাচার বন্ধ করা যায়নি। এবার লুকিয়ে যারা মদ বিক্রি করছে তাদের শায়েস্তা করতে অভিনব উপায় বের করেছে বিহার সরকার।

এবার থেকে বিহারে মদ্যপ অবস্থায় ধরা পড়লেও হাজতবাসের শাস্তি এড়ানো যাবে। কিন্তু তার জন্য অভিযুক্তকে বলতে হবে, কোথা থেকে সে লুকিয়ে মদ কিনেছিল।

সেই তথ্য অনুযায়ী যদি মদ বিক্রেতার খোঁজ মেলে তাহলেই যিনি মদ কিনেছিলেন তাঁকে আর জেলে যেতে হবে না এমনই জানিয়েছেন বিহারের শুল্ক দফতরের সহ অধিকর্তা কৃষ্ণ কুমার। ২০১৬ সালের এপ্রিল মাসে বিহারে মদ বিক্রি এবং মদ্যপান নিষিদ্ধ করেছিল বিহার সরকার।

আরো পড়ুন: আজই যেভাবে হো’ক কিভ শহর ছাড়ুন, ভারতীয়দের অ্যা’লা’র্ট করলো নয়াদিল্লি

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যের পুরুষদের মদ্যপানের প্রতি আসক্তি বাড়তে থাকায় বিহারের মহিলাদের এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পরেও বিষ মদ পান করে গত বছর নভেম্বর মাসে পঞ্চাশ জনের মৃত্যু হয়। মদ বিক্রি ও মদ্যপান আটকাতে রাজ্যের আইন দমনমূলক বলেও অভিযোগ উঠেছে।