সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজই যেভাবে হো’ক কিভ শহর ছাড়ুন, ভারতীয়দের অ্যা’লা’র্ট করলো নয়াদিল্লি

ভারতীয়দের কিভ ছাড়তে বলল সরকার। ইউক্রেনের রাজধানী শহর কিভে এখনও যে সমস্ত ভারতীয় রয়ে গিয়েছেন, তাঁদের আজই কিভ ছাড়তে বলল নয়াদিল্লি।

সাম্প্রতিক একটি সতর্কবার্তায় দিল্লি জানিয়েছে, ‘ট্রেনে বা অন্য যে কোনও পদ্ধতিতে— যে ভাবে হোক আজই কিভ ছাড়ুন।’ মঙ্গলবারই রুশ হামলায় কিভের রাস্তায় মৃত্যু হয়েছে এক ভারতীয় ছাত্রের। তার কিছু পরেই ইউক্রেনের ভারতীয় দূতাবাসের তরফে একটি টুইট ভেসে ওঠে নেটমাধ্যমে।

চার লাইনের ওই টুইটটি রাজধানী কিভে থাকা ভারতীয়দের প্রতি ভারতীয় দূতাবাসের পরামর্শ। তাতে লেখা হয়েছে, ‘সমস্ত ভারতীয়, এমনকি ভারতীয় ছাত্রদেরও আজই এবং অবিলম্বে কিভ ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি সম্ভব হয় তবে ট্রেনে। তা না হলে যে ভাবে সম্ভব, সে ভাবেই।’

আরো পড়ুন: বন্যপ্রাণীকে শিকল দিয়ে বেঁ’ধে কো’লে নিয়ে ছবি, বি’রা’ট ঝা’মে’লা’য় পড়লেন শ্রাবন্তী

তবে, ভারতীয়দের দেশে ফেরাতে কেন্দ্রের ‘অপারেশন গঙ্গা’ অভিযানে ইতিমধ্যেই আট হাজার ভারতীয়কে ফেরানো সম্ভব হয়েছে। তবে এখনও ১৬ হাজার ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন ইউক্রেনে। এঁদের অনেকেই ফেসবুক, টুইটারে নিজেদের পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। কেউ কেউ আশ্রয় নিয়েছেন সেনাদের বাঙ্কারে।

কেউ মেট্রো স্টেশনে, কেউ আবার প্রাণে বাঁচতে থাকছেন বম্ব শেল্টারেই। গত বৃহস্পতিবার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই পরিস্থিতি। মঙ্গলবার তাঁদেরই একজন খাবার কিনতে বেরিয়েছিলেন কিভের রাস্তায়। রুশ ফৌজের গোলাবর্ষণে তিনি নিহত হন।