সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: একদিনের শিশুকে মাটি চা’পা দি’য়ে ফে’রা’র মা, কা’ন্না শু’নে উ’দ্ধা’র করলেন কৃষক

মধ্যপ্রদেশের শিবপুরী এলাকায় এক নিষ্ঠুর মা যা করেছেন, তার পাপের দায় কে নেবে? সদ্য জন্মানো তার নবজাতক শিশুকে মাটিতে হতে চলে যান কেউ। কথাটা শুনে আঁতকে উঠেছেন নিশ্চয়ই? হ্যাঁ বর্তমান সময়ে দাঁড়িয়ে এমনও নিদর্শন পাওয়া যায় সদ্য শিশু সন্তান জন্ম দেওয়া মায়ের তরফ থেকেও। কিন্তু কথায় আছে, রাখে হরি তো মারে কে।

ঠিক এমনটাই হয়েছে শিশুটার ক্ষেত্রে, গর্ত করে এই শিশুটিকে পুঁতে ফেলার পরে, ভারী একটি পাথর দিয়ে মাটি চাপা দেওয়া হয়। একটু ঝোপ-জঙ্গল ঘেষা জায়গাতেই গর্ত খুঁড়ে পুঁতে ফেলা হয় শিশুটিকে, যাতে কারো নজরে না আসে। কিন্তু যাকে বলে কপাল, গরু চরাতে আসা এক কৃষক হঠাৎই দূর থেকে শুনতে পায় শিশুর কান্না।

ভাগ্যিস গর্তটা বেশ গভীর না থাকায়, নবজাতকটি কান্না শুরু করে। আর সেই কারণেই কান্না শুনে এগিয়ে যায় সেই কৃষক। ঝোপঝাড় সংলগ্ন এলাকা থেকে সেই কান্নার শব্দ পেয়ে এগিয়ে যায় সে, আর সেই গর্তে জ্যান্ত শিশুটিকে কাঁদতে দেখে অবাক হয়ে যায় সে।

আরো পড়ুন: ইউক্রেনে আ’ট’কে পড়েছেন বাংলার একাধিক পড়ুয়া, ঘুম উ’ড়ে’ছে পরিবারের

এখানেই কৃষকটি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে নিজের, সমস্ত খবর আসে তখনই পুলিশকে জানায়। সেখানে এসে পুলিশ পৌঁছানোর পর এই নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দেখা গিয়েছে হাঁটুর কাছে ,মাথার কাছে আঘাত রয়েছে, এখন সে ভর্তি এস এন সি ইউ শিবপুরিতে ভর্তি করা হয়েছে। এই ধরনের ঘৃণ্য ঘটনার দারুন প্রতিবাদ করেছে পুলিশ, কারা কারা এই ধরণের ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদের খোঁজার জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ।