সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মঙ্গলসূত্র ছিনিয়ে চ’ম্প’ট দিলো দু’ষ্কৃ’তী, স্কুটি নিয়ে পি’ছু দিলেন গৃহবধূ

আজকাল এত রকমভাবে মানুষকে ঠকানোর ফাঁদ পাতা হচ্ছে যে বুদ্ধিমান মানুষও বোকা বনে যাচ্ছে। আর ঠিক তেমনই একটি ঘটনার সাক্ষী হলেন দুর্গাপুরের এক বাসিন্দা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর বেনাচিতি এলাকার বাসিন্দা গণেশ চৌধুরীর বাড়িতে। তিনি পেশায় ঠিকাদার। আর তাঁর স্ত্রীর নাম দীপমালা। তাঁদের ১২ বছরের এক কন্যাসন্তানও আছে। যেদিন বাড়িতে তাদের সাথে এই প্রতারণা হয় তাঁরা সকলেই সেদিন বাড়ি ছিলেন।

তখন চারজন দুষ্কৃতী দু’টি মোটরবাইকে করে আসে। তাদের মধ্যে দু’জন দুষ্কৃতী একটি নামী সংস্থার সেলসম্যানের পরিচয় দিয়ে গণেশবাবুর বাড়িতে যায়। আর গৃহবধূ দীপমালাদেবীকে ধাতু পালিশ করার পাউডার বিক্রেতা বলে পরিচয় দেয়। দীপমালাদেবী ওই পাউডার কিনতে আগ্রহ দেখালে দুষ্কৃতীরা পাউডার পরীক্ষা করে দেওয়ার জন্য প্রথমে কাঁসা ও পেতলের বাসনপত্র চায়। তখন গৃহবধূ কয়েকটি বাসন দেয় তাদের। বাসনে ওই পাউডার দিয়ে দুষ্কৃতীরা সুন্দর পালিশ করে দেয়।

তারপর তাঁর নপুরের প্রশংসা করে সেটাও পরিষ্কার করে দিতে চায় ওই লোকগুলো। দিপমালা সেটাও দিয়ে দেয়। ওটাই ওরা পরিষ্কার করে দেয়। এরপর তারা জানায় যে, তারা সোনার গয়নাও পালিশ করতে পারে। ততক্ষনে দিপমালার বিশ্বাস অর্জন করে ফেলেছে তারা। তাই দীপমালা ওদের একটি মঙ্গলসূত্র, একটি সোনার চেন এবং একটি কানের দুল তাদের পালিশ করতে দেন। আর তখনই গয়নাগুলি পালিশ করে একটি পাউডারের প্যাকেটে ভরে দীপমালাদেবীর হাতে তুলে দিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়।

আরো খবর: ট্রেনের বগিতে কেন সাদা ও হলুদ লাইন থা’কে? এর অ’র্থ কি?

দীপমালাদেবীর সন্দেহ হতেই প্যাকেটটি খুলে দেখেন। সেখানে তিনি দেখতে পান, গয়নাগুলির বদলে নুড়িপাথর রয়েছে। আর এটা দেখেই তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ে। সে ভাবে এইভাবে জোচ্চুরি। তাই সময় না নষ্ট করেই দিপমালাও ধাওয়া করে তাঁর স্কুটি নিয়ে। প্রায় এক কিলোমিটার তাদের পিছনে ছোটেন ওই গৃহবধূ। ভিড়িঙ্গি মোড়ে সজোরে স্কুটি নিয়ে তাদের মোটরবাইকে ধাক্কা দেন গৃহবধূ। তাতেই পড়ে যায় এক দুষ্কৃতী।

আর কিছুটা দুরে গিয়ে পড়ে যেতেই অন্য দুষ্কৃতীদের মোটরবাইকে চড়ে জাতীয় সড়ক ধরে পালিয়ে যায় বলে জানিয়েছেন ওই গৃহবধূ। এছাড়াও গণেশবাবু বলেন, ‘‌প্রায় আড়াই লক্ষ টাকার গয়না নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা’। তবে দুর্গাপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। সেই মত ওই সড়কের সিসিটিভি ফুটেজ চেক করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা যাচ্ছে।