সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মধ্যবিত্তদের সা’ধ্যের ম’ধ্যে 5G স্মার্টফোন বি’ক্রি শু’রু করলো SAMSUNG

আমাদের জীবনে একটা মোবাইল যেনো জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। পথে ঘাটে যেমন একটা ফোনের খুব প্রয়োজন হয়ে পড়ে তেমনই আজকাল সব কিছু ডিজিটাল মাধ্যম হওয়ায় একটা ফোন থাকলে অনেকে কিছুই খুব সহজেই করা যায়। আর তাই সকলেই একটা সঠিক বাজেটে ভালো ফোনের আশা করি। কিন্তু কোন সেট টি আমাদের জন্য ভালো হবে বুঝতে পারি না। আজ সেই নিয়েই কিছু তথ্য দেওয়া হলো।

সম্প্রতি ভারতে দুটি নতুন 5G ফোন এনেছিল Samsung কোম্পানি। লঞ্চ হওয়া দুটি সেটের নাম হলো Samsung Galaxy A23 5G ও Galaxy A14 5G। এই 5G ফোনগুলিতে 5,000 mAh ব্যাটারির সঙ্গেই রয়েছে 50 MP প্রাইমারি ক্যামেরা। রয়েছে ভার্চুয়াল RAM সাপোর্ট।

আসুন এই দুই সেটের ব্যাপারে বিশদে জানা যাক। Samsung galaxy A23 ৫জি তে রয়েছে 5.8 ইঞ্চি FHD+ ডিসপ্লে। সেখানে 120 Hz রিফ্রেশ রেট থাকবে। রয়েছে Snapdragon 695 চিপসেট, 8 GB RAM ও 128 GB স্টোরেজ। ছবি ও ভিডিয়ো তোলার জন্য এই ফোনের রিয়ার ক্যামেরায় রয়েছে 50 MP প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে 5 MP আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 MP ম্যাক্রো ক্যামেরা ও 2 MP ডেপ্ত সেন্সর।

আরো খবর: বাজেটের পরেই বি’রা’ট উপহার পাবেন কেন্দ্রীয় কর্মচারীরা, লা’ফি’য়ে লা’ফি’য়ে বেতন বা’ড়’বে!

এছাড়াও সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য পাবেন 8 MP সেলফি ক্যামেরা। রয়েছে 128 GB ইন্টারনাল স্টোরেজ। কানেক্টিভিটির জন্য রয়েছে 5G, 4G, Bluetooth 5.1, NFC ও 3.5 mm অডিয়ো জ্যাক। এই ফোনে 5,000 mAh ব্যাটারির দিয়েছে Samsung, সঙ্গে পাবেন 25 W ফাস্ট চার্জিং সাপোর্ট। আর এই সেটের দাম রয়েছে 6 GB RAM + 128 GB স্টোরেজে Samsung Galaxy A23 5G – এর দাম 22,999 টাকা।

অন্যদিকে Galaxy A14 5G – র দাম শুরু হচ্ছে 16,499 টাকা থেকে। 18 জানুয়ারি দুপুর 12টা থেকে Samsung.com ওয়েবসাইটে বিক্রি শুরু হয়েছে এই দুটি 5G ফোন। তবে এখনই দোকানে পাওয়া যাবে না। দোকানে বিক্রি শুরু 20 জানুয়ারি থেকে বলে জানা যাচ্ছে। এছাড়া অন্য একটি দিক Samsung Galaxy A14 5G – তে রয়েছে 6.6 ইঞ্চি FHD+ ডিসপ্লে।

এই ফোনের ডিসপ্লেতে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট। এই ফোনে শক্তি জোগাবে Exynos 1330 চিপসেট। এছাড়াও রয়েছে 8 GB RAM ও 128 GB স্টোরেজ। Galaxy A14 5G-র পিছনে ট্রিপল ক্যামেরায় রয়েছে 50 MP প্রাইমারি সেন্সর। সঙ্গে 2 MP ম্যাক্রো ক্যামেরা ও 2 MP ডেপ্ত সেন্সর দিয়েছে Samsung।

এছাড়াও রয়েছে 13 MP সেলফি ক্যামেরা ও 5,000 mAh ব্যাটারি।এই দুটি বুধবার কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট samsung.com থেকে এই ফোনগুলি বিক্রি করা শুরু করল দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। তাই একটা ভালো ফোন কিনতে চাইলে অনায়াসেই এই ফোনটির কথা ভাবা যেতে পারে।