সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অবলা প্রাণীর ক’ষ্ট ক’মা’তে গরুর গাড়িতে তিন নম্বর চা’কা, ভাইরাল ছ’বি

মানুষ যখন প্রথম কৃষিকাজ করতে আরম্ভ করল তখন নিজে লাঙ্গল টানতো কিন্তু পরবর্তীকালে বুদ্ধির বিকাশ হওয়ার সাথে সাথে সে কাজে লাগাতে শুরু করল পশুকে। এরপর ট্রাক্টর আসার পর এক কথায় চাষবাসের ক্ষেত্রে বিপ্লব আসে।

মুক্তি পায় অবলা জীব গুলি। তবে এখনো অনেক জায়গায় গরুর গাড়ি আমরা দেখতে পাই। তবে সাবেকি ধারণাকে ভেঙ্গে দিল সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ছবি।

সম্প্রতি অভিনাশ স্মরণ নেট মাধ্যমিক একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে আমরা যেভাবে গরুর গাড়িকে দেখে অভ্যস্ত এই গরুর গাড়ি কিন্তু একেবারে অন্যরকম দেখতে।

আরো পড়ুন: রাতে গাড়ি চালাতে গি’য়ে চালকের চোখে ঘুম? দু’র্ঘ’ট’না এড়াতে ন’য়া যন্ত্র ব্যবহার হ’চ্ছে গাড়িতে

ছবিটা দেখা যাচ্ছে দুটি চাকার সঙ্গে রয়েছে আরও একটি চাকা যা আকারে খানিকটা ছোট। ছোট চাকাটি দুই গরুর ঠিক মাঝ বরাবর রয়েছে ফলে এই চাকাটি গরু দুটির পরিশ্রম অনেকটাই ভাগ করে নিচ্ছে।।

তৃতীয় চাকার কল্যাণে গাড়ির প্রয়োজন মত গাড়িটি এদিক ওদিক চলে যেতে পারছে খুব সহজে ফলে বাড়ছে গাড়ির গতি। অভিনাশ শরণ ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, বড়দের ভার কমানোর জন্য গরুর গাড়িতে এই তৃতীয় চাকা লাগানো হয়েছে।


মহারাষ্ট্রলি জেলার রাজা রাম বাপু ইনস্টিটিউট অফ টেকনোলজি একদল ছাত্রের অভিনব চিন্তাভাবনা এটি। যন্ত্র আসায় মানুষের পরিশ্রম যেমন কমে গেছে তেমন কমে গেছে পশু পাখির ওপর অত্যাচার।

তবে সভ্যতার অনেক উন্নতির পরেও অনেক জায়গায় এখনো গরুর গাড়ি আমরা দেখতে পাই কিন্তু এই তিন নম্বর চাকা ব্যবহার করার পর সেই গরুর গাড়িতে এসেছে বিপ্লব তা বলাই বাহুল্য।