সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্র’য়া’ত ছেলের স’মা’ধি’র উপর QR কো’ড ব’সি’য়ে দিলেন বাবা-মা, কিন্তু কেন?

ছেলের সমাধিতে বসলো কিউআর কোড। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আসলে মৃত ছেলেকে সকলের মাঝে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন দম্পতি তাই এমন অভিনব পন্থা অবলম্বন করেন তারা। মৃত যুবকের নাম আইভিন ফ্রান্সিস। তার বাবা ওমানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন আর মা সেখানে একটি বেসরকারি হাই স্কুলের মাস্টার। আইভিন ডাক্তারি পাস করেছিলেন সুন্দর একটা ভবিষ্যৎ ছিল তার সামনে।

কিন্তু হঠাৎ করেই সবকিছু তছনছ হয়ে যায়। ২০২১ সালে ব্যাডমিন্টন খেলতে গিয়ে আচলকা মৃত্যু হয় তার। ত্রিচুরের সেন্ট জোসেফ চার্চে তার মৃতদেহ সমাধিস্থ করা হয়। ছেলের মৃত্যুর পর তার বাবা-মায়ের একটাই লক্ষ্য ছিল তাদের একমাত্র ছেলে যাতে সবার মধ্যে বেচেঁ থাকে।

এরপরই আত্মীয়-স্বজনদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এক অভিনব পন্থা মাথায় আসে তাদের। তারা একটি কিউআর কোড তৈরি করবার কথা ভাবেন। এটি ওয়েবসাইট তৈরি করার সিদ্ধান্ত নেন।

আরো খবর: Highway ও Expressway-র মধ্যে কি পা’র্থ’ক্য? বেশিরভাগ মানুষই জানেন না উত্তর!

আইভিনের বিভিন্ন মুহূর্তের ছবি ভিডিও এবং পারফরম্যান্স রয়েছে সেই ওয়েবসাইটে সমাধিস্থলের উপরে যদি কেউ কিউআর কোড স্ক্যান করেন তবে ওই ওয়েবসাইটে থাকা যাবতীয় বিবরণ দেখতে পারবেন যে কেউ।

এই প্রসঙ্গে মৃত ছেলের বাবা বলেন আমি চেয়েছিলাম আমার ছেলে সবার মধ্যে বেঁচে থাকুক। তাই জন্য এটা করার কথা মাথায় আসে আমাদের।