সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এপ্রিল থেকে স্বল্প স’ঞ্চ’য়ে সুদের হা’রে বড়ো পরিবর্তন, নতুন অ’র্থ’ব’র্ষে নতুন খবর শোনালো কেন্দ্র

এখনো শুরু হয়নি নতুন অর্থবছর তবে তার আগেই এক আশার খবর শোনাল কেন্দ্র সরকার। স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার বাড়ানোর কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে স্বল্প সঞ্চয় সুদের পরিমাণ ৭০ বেসিক পয়েন্ট বাড়ানো হবে। আগামী এপ্রিল থেকে এই বর্ধিত হাড়ে এই সুদ পাওয়া যাবে। কেন্দ্রের এই সিদ্ধান্ত অনুযায়ী মূল্য বৃদ্ধির মধ্যেও মধ্যবিত্ত শ্রেণীর মুখে ফুটবে হাসি।

এপ্রিল থেকে জুন অর্থ বর্ষের প্রথম তিন মাসের জন্য এই সুদ বৃদ্ধির কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে বর্ধিত হারে সুদ মিলতে পারে, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট কিষান বিকাশ পত্র সঞ্চয়ের ক্ষেত্রে। প্রবীণ নাগরিকরা এবং মাস গেলে যারা সঞ্চয় প্রকল্পে সঞ্চয় করেন তারা এই বর্ধিত হাড়ে সুদ পাবেন।

তবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ নিধির ক্ষেত্রে এই ধরনের নিয়ম কার্যকর করা হবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে।। নতুন ব্যবস্থা চালু হওয়ার পর প্রবীণ নাগরিকরা সঞ্চয় করার উপরে ৮% এর বদলে ৮.২ শতাংশ হারে সুদ পাবেন! কিষণ বিকাশ পত্রের মাধ্যমে যারা সঞ্চয় করেন তারা সাত শতাংশের বদলে ৭.২ শতাংশ হারে সুদ পাবেন।

আরো খবর: পূর্ব ভারতে কলকাতা থেকে চলবে প্রথম “ভারত গৌরব” ট্রেন, ভা’ড়া ও রুট জানুন

মান্থলি ইনকাম একাউন্ট স্ক্রিন যাদের রয়েছে সেক্ষেত্রে সুদের হার ৭.১% থেকে বাড়িয়ে ৭.৪ শতাংশ করা হয়েছে। প্রথম ত্রইমাসিকের ক্ষেত্রে এই সুবিধা ভোগ করতে পারবেন গ্রাহকরা বলে জানিয়ে দিয়েছে অর্থ মন্ত্রক।

গত নয় মাসে এই নিয়ে তিনবার সল্প সঞ্চয়ের ক্ষেত্রে সুদ বাড়িয়েছে কেন্দ্র। তবে শুধুমাত্র সল্প সঞ্চয় নয় এর আগে বিভিন্ন রাষ্ট্র অধীন ব্যাঙ্কে ফিক্স ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্টে টাকা সঞ্চয় রাখার ক্ষেত্রে সুদ বাড়ানো হয়েছে।