সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পূর্ব ভারতে কলকাতা থেকে চলবে প্রথম “ভারত গৌরব” ট্রেন, ভা’ড়া ও রুট জানুন

পূর্ব ভারতের ঐতিহ্যবাহী বন্ধে ভারতে এক্সপ্রেস প্রথম চালু হয়েছিল বাংলা থেকে। এবার বাংলার মুকুটে যুক্ত হতে চলেছে আরেক নতুন পালক। পূর্ব ভারতের প্রথম ভারত গৌরব ট্রেন চলবে বাংলা থেকে। বৃহস্পতিবার পূর্ব রেল এক আধিকারিক জানিয়েছেন, পূর্ব ভারতের প্রথম ভারত গৌরব টুরিস্ট স্পেশাল ট্রেন ২০ মে কলকাতা থেকে পাঁচটি জ্যোতির্লিঙ্গ পরিদর্শনের জন্য রওনা দেবে।

ওঙ্কারেশ্বর মহাকালেশ্বর সোমনাথ নাগেশ্বর এবং ত্রৈম্বকেশ্বর এই পাঁচটি স্থানে পরিভ্রমণ করবে ট্রেন। মোট ১১ রাত ও ১২ দিনের সফর। পর্যটকেরা অন বোর্ড সমস্ত মেডিকেল সহায়তা পেতে পারেন। এই ট্রেন পশ্চিমবঙ্গে অত্যন্ত জনপ্রিয় হতে চলেছে। আইআরসিটিসি একটি নতুন রেকে যাত্রার জন্য ব্যবস্থা করেছে মোট ৭০০ খানার সিটের।

কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে এই ট্রেন।  সমস্ত টিকিটের ৩৩ শতাংশ করে ছাড় দেওয়া হয়েছে ঝাড়খন্ড বিহার এবং উত্তর প্রদেশের বহু পর্যটক এখান থেকেই যাবেন। টুর প্যাকেজকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে।ইকোনমি বা স্লিপার ক্লাস, স্ট্যান্ডার্ড এবং কমফোর্ট।

আরো খবর: আগামীকাল থেকে ১০ বড় ব’দ’ল ঘ’ট’ছে, নতুন অর্থবর্ষ থেকেই স’ত’র্ক থাকুন চাকরিজীবীরা

প্রতি যাত্রীদের জন্য স্লিপারের ক্ষেত্রে ২০,০৬০ টাকা, এসির ক্ষেত্রে ৩১,৮০০ টাকা এবং কমফোর্ট ক্লাসের ক্ষেত্রে ৪১ হাজার টাকা। এর মধ্যে পড়বে হোটেলে থাকার খরচ খাবার খরচ এবং অন্যান্য যাবতীয় সুবিধা। যেহেতু তীর্থযাত্রা তাই ট্রেনের সমস্ত খাবার নিরামিষ।

সড়ক পথের খরচ ধরা হয়েছে এই টাকার মধ্যেই। দিল্লি থেকে অনেক আগেই এই ট্রেন চালু করা হয়েছে এবার কেন্দ্রের এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং দেখো আপনা দেশ এই প্রকল্পের আওতায় আসতে চলেছে পশ্চিমবঙ্গ।