সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাতে গাড়ি চালাতে গি’য়ে চালকের চোখে ঘুম? দু’র্ঘ’ট’না এড়াতে ন’য়া যন্ত্র ব্যবহার হ’চ্ছে গাড়িতে

তথ্য: সংবাদ প্রতিদিন

রাত যত বাড়ে, ততই যেন ঘুম আরো কাছে চলে আসে। এই ঘুম তাড়ানো যায় কিভাবে? আসলে রাতের পথে বহু এমন চালক রয়েছে যাদের ঝিমুনি আসতে থাকে ঘুম আসতে থাকে। যার কারণে ভয়ংকর সব দুর্ঘটনা ঘটতে দেখা যায়।

এবার পুলিশ রাতের অপারেশন করতে গিয়ে সম্পূর্ণ বিষয়টি চাক্ষুস করলেন। সেই কারণেই এবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের গাড়িতে ব্যডহার হতে চলেছে এক ডিভাইস।

যেটা কিনা চালকের চোখের উপরে নজর রাখবে যদি চোখ ৩ সেকেন্ডের বেশী বন্ধ থাকে তাহলেই গাড়ির মধ্যে বেজে উঠবে এলার্ম, আর সাথে সাথেই ফোন পৌঁছে যাবে পুলিশের কন্ট্রোল রুমে।নোভাস অ্যাওয়ার’ নামে এই বিশেষ যন্ত্র বসানো হয়েছে পুলিশের গাড়িতে।

আরো পড়ুন: সমাজ বদ’লা’চ্ছে! ছেলের চেয়ে মেয়ে দত্তক নেওয়ার দিকে ঝুঁ’ক’ছে দেশ

যেসমস্ত পুলিশের গাড়ি বিশেষ করে তদন্তের জন্য ভিন রাজ্যে যায় সেইসব গাড়িতে এই যন্ত্র বসানো হবে। আগামী দিনে আরও অনেক গাড়িতেই বসানো হবে বলে জানা গেছে।

প্রতি যন্ত্রের দাম ৫০ হাজার টাকা, এই যন্ত্র সড়াসড়ি নজর রাখবে চালকের চোখের ওপরে। দুই চোখ মাত্র ৩ সেকেন্ডের জন্য বন্ধ থাকলেই এই যন্ত্র বেজে উঠবে‌। এই যন্ত্র চালককে বুঝিয়ে দিচ্ছে যে সে এখন ক্লান্ত।

স্বাভাবিক ভাবেই গাড়ি থামিয়ে একটু বিশ্রাম করে নেওয়াটা উচিৎ, কারণ পুলিশের যে গাড়িতে এই মেশিন লাগানো হয়েছে সেখানেই এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে এক চালক তিনি জানায় এই যন্ত্রের এলার্ম এর কারণে গাড়ি দাঁড় করিয়ে বিশ্রাম নিতে পারছেন। তার কারণে দুর্ঘটনা খুবই কম হচ্ছে।