সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মায়ের মৃ’ত্যু’র পর ব্রিটেনের রাজা হলেন চার্লস

গতকাল বৃহস্পতিবার রাতে ইংল্যান্ডের দ্বিতীয় এলিজাবেথ শেষনিশ্বাস ত্যাগ করেন, সেই খবর ইতিমধ্যেই সবার জানা হয়েছে গেছে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৬ বছর। মায়ের অসুস্থতার কথা শুনে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে পৌছে যান রাণীর চার ছেলেমেয়ে। যুবরাজ চার্লস, রাজকুমারী এন, যুবরাজ এন্ড্রিউ ও যুবরাজ এডোয়ার্ড।

এই খবরে সূদুর আমেরিকা থেকে ছুটে আসে উইলিয়ামের ভাই হ্যারি ও তার স্ত্রী মেগান। সবার উপস্থিতিতেই রাণী শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলেই খবর। তবে এবার মায়ের অনুপস্থিতিতে নিয়ম অনুযায়ী রাজা হলেন বড় ছেলে যুবরাজ চার্লস, ১৫ টি কমনওয়েলথ দেশের রাজা হলেন সাথে তার স্ত্রী ক্যামিলা কুইন হলেন।

রাণীর বড় ছেলে যুবরাজ চার্লস ৭৩ বছর বয়সে এসে রাজা হলেন। তিনি ১৯৫২ সালে ইংল্যান্ডের যুবরাজ হয়েছিলেন। তবে তার উপাধি প্রিন্স অফ ওয়ালেশ সেটা যাবে তার বড় ছেলে ইউলিয়ামের মাথায়।

আরো পড়ুন: শ’ক্তি বৃ’দ্ধি করছে নিম্নচাপ, কবে থেকে ভা’রী বৃষ্টিপাত হ’বে কলকাতায়?

শোনায আচ্ছে আনুষ্ঠানিক ভাবে নাকি আগামী ২৪ ঘন্টার মধ্যেই চার্লসকে রাজা ঘোষণা করা হবে। যে অনুষ্ঠানের মাধ্যমে রাজা ঘোষণা করা হবে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সরকারি আধিকারিকরা, প্রিভি কাউন্সিলরেরা, লন্ডনের মেয়র ও কমনওয়েলথের হাই কমিশনার।